দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ নিয়ে হাওয়া অফিস আপডেট দিলেও আপাতত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই আটকে রয়েছে বর্ষা। তবে বর্ষা না এলেও যে পরিমান জলের বাস্পীভবন হয়েছে, তাতে করে আকাশে মেঘ তৈরি হচ্ছে। আর সেই কারণেই প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এদিকে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার কারণে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে আগামী কয়েকদিন বৃষ্টিতে ভেজার পরিকল্পনা করে নিতেই পারেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গুমোট গরমে অস্বস্তি বাড়ছে। আর্দ্রতাজনিত অস্বস্তি এখন চরমে পৌঁছে যাচ্ছে কলকাতা সহ আশেপাশের বেশ কিছু জেলায়। তবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে ঘন্টায় ঘন্টায়। যে কারণে ভ্যাপসা অস্বস্তিকর গরম লাগছে মঙ্গলবার সকাল থেকেই। তবে এই জলীয় বাষ্পের হাত ধরেই এবার মৌসুমী বায়ু প্রবেশ ও তার জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আর তারই মাঝে বর্ষার ঠিক আগের সময়ে ঝড়বৃষ্টি হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ
ইতিমধ্যে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করছে। সেই কারণে আজ থেকে কলকাতায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে শহরে। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া ইফিস জানিয়েছে যে আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভালো বৃষ্টি হবে। সেইসঙ্গে ঝড় ও বজ্রবিদ্যুৎ দেখা যেতে পারে এই জেলাগুলিতে। এছাড়াও আজ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হল সতর্কতা
আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি হয়েছে। একইসঙ্গে আজ হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়।