Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একবার চার্জ দিলেই ছুটবে ৫০০ কিলোমিটার, এই অত্যাধুনিক গাড়িটি লঞ্চ করছে TATA

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

এখন পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা নিয়ন্ত্রিত হলেও যে হারে বেড়ে গিয়েছে পেট্রোপণ্যের দাম, তাতে করে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি রাখা আজকাল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই ভারতীয় গাড়ির…

এখন পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা নিয়ন্ত্রিত হলেও যে হারে বেড়ে গিয়েছে পেট্রোপণ্যের দাম, তাতে করে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি রাখা আজকাল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই ভারতীয় গাড়ির বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। পেট্রোল ও ডিজেলের অগ্নিমূল্য হওয়ার কারণে সকলেই এখন ই-ভেহিকেল-এর দিকে হাত বাড়াচ্ছেন। দু’চাকা থেকে চার’চাকা, সবেতেই ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। আর এই বাজারে বেশ ভালো নামডাক হয়েছে হাতেগোনা কয়েকটি দেশি কোম্পানির। সম্প্রতি সম্প্রতি ই-ভেহিকেলের বাজারে এসেবহে কিছু ভিনদেশি কোম্পানিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে ভারতীয় বাজারে যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং সমানতালে চাহিদা বাড়ছে ই-ভেহিকেলের, তাতে বিশেষজ্ঞদের মতে এখনো ইলেকট্রিক গাড়ির ঘাটতি রয়েছে দেশীয় বাজারে। আর এবার সেই ঘাটতি পূরণ করতে কোমর বেঁধে ময়দানে হাজির হয়েছে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা। ইলেকট্রিক গাড়ির বাজারে এবার দারুন একটি গাড়ি লঞ্চ করে অন্যান্য সব কোম্পানিদের টক্কর দিতে বাজারে নাম লেখাচ্ছে এই কোম্পানি। এই ইলেকট্রিক গাড়িটি হল Tata Harrier EV। এই প্রতিবেদনে দেখে নিন, কি কি ফিচার্স রয়েছে এই গাড়িতে।

একবার চার্জ দিলেই ছুটবে ৫০০ কিলোমিটার, এই অত্যাধুনিক গাড়িটি লঞ্চ করছে TATA

Tata Harrier EV-র ইঞ্জিন ও বিভিন্ন ফিচার্স

এই গাড়িতে কোম্পানি একটি শক্তিশালী ব্যাটারি প্যাক দিচ্ছে। এই গাড়িতে রয়েছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারির ক্ষমতা একবার চার্জ করলে এই গাড়িটি ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। ফিচারের দিক থেকে হ্যারিয়ার ইভিতে দেওয়া হয়েছে ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে, বিভিন্ন মোড সহ ১০ স্পিকারের জেবিএল সাউন্ড সিস্টেম, টুইন স্পোক স্টিয়ারিং হুইল, অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, পাওয়ার্ড ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং একটি প্যানোরামিক সানরুফ। এছাড়াও অতিরিক্ত ফিচার্স হিসেবে এই ইলেকট্রিক গাড়িতে মিলবে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, অটো ডিমিং রিয়ার ভিউ মিরর, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ও ফোল্ডেবল সাইড মিরর, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার, অ্যাম্বিয়েন্ট লাইটিং, রিয়ার এসি ভেন্ট এবং ৬টি এয়ারব্যাগ।

একবার চার্জ দিলেই ছুটবে ৫০০ কিলোমিটার, এই অত্যাধুনিক গাড়িটি লঞ্চ করছে TATA

Tata Harrier EV-র লুক, ডিজাইন ও দাম

লুকের দিক থেকেও সেগমেন্টের অন্যান্য গাড়িগুলিকে টক্কর দিতে পারে টাটা হ্যারিয়ার ইভি। কারণ, এই গাড়িতে একটি স্লিক, হরাইজন্টাল স্ল্যাট সহ ব্ল্যাঙ্কড অফ গ্রিল, একটি ফুল উইদ এলইডি ডেটাইম রানিং লাইট এবং ভার্টিক্যাল স্ল্যাট সহ রি-ডিজাইন বাম্পার দেওয়া হয়েছে। সঙ্গে ডুয়েল টোন এরো ডিজাইনের অ্যালয় হুইল ও নতুন কালার অপশন হিসেবে সিউইড গ্রীন জপগ হয়েছে। যা ক্রেতাদের আরো বেশি আকর্ষিত করবে। এখনো কোম্পানির তরফে এই দমদার গাড়ির দাম ঘোষণা না হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন যে Tata Harrier EV-এর এক্স-শোরুম দাম ২৫-৩৫ লাখ টাকা হতে পারে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...