পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া দাম কমানো এখন কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য। তাই এখন এই বিষয়টির উপরেই গুরুত্ব আরোপ করতে চাইছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। সম্প্রতি তিনি এমন একটি উপায় বলেছেন, যার মাধ্যমে কমানো সম্ভব রান্নার গ্যাসের দামও। প্রাকৃতিক গ্যাসকে GST-র আওতায় আনা হলে সুবিধা হবে বলে মনে করছে কেন্দ্রীয় মন্ত্রক। এর আগেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেট্রোল ও ডিজেলকে GST-র আওতায় আনা এবং তার লাভের কথা বলেছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমানে পেট্রোল ও ডিজেলের উপর রাজ্য ভ্যাট, কেন্দ্রীয় বিক্রয় কর, কেন্দ্রীয় আবগারির মতো কর আরোপ হয়। সেই কারণে দামের তারতম্য দেখা যায় দেশজুড়ে। তবে এটিকে GST-র আওতায় আনা হলে এইসব করে পরিমান কমবে। একইসঙ্গে সরকার লাভবান হবে। তবে কেন্দ্রের আগেই এবার এই গুরুত্বপূর্ণ বিয়টিকে নিয়ে বড় পদক্ষেপ নিলো মহারাষ্ট্র রাজ্যের সরকার। তাদের এই পদক্ষেপের ফলে লাখ লাখ রাজ্যবাসী উপকৃত হতে চলেছেন। কারণ, রাজ্য সরকারের এই বড় সিদ্ধান্তের ফলে কমে যাবে পেট্রোল ও ডিজেলের দাম।
পেট্রোল-ডিজেলের দাম কমাচ্ছে রাজ্য সরকার
শুক্রবার মহারাষ্ট্র রাজ্যের বিধানসভায় অতিরিক্ত বাজেট পেশ করেন সেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার। সেই সঙ্গেই পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেন তিনি। মহারাষ্ট্রের উপি-মুখ্যমন্ত্রী বলেন যে, এবার থেকে রাজ্য সরকার মুম্বই, থানে ও নভি মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের উপর বিক্রয় কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জুলাই মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি। তাই জুলাই থেকেই যে সেই রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।
লিটার প্রতি কত টাকা দাম কমবে পেট্রোল ও ডিজেলের?
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা ককরেন যে পেট্রোল ও ডিজেলের উপর রাজ্য সরকারের কর কমানো হচ্ছে। তাই বিরাট কিছু মূল্যহ্রাস হবেনা। পেট্রোলের দাম কমবে লিটার প্রতি ৬৫ পয়সা এবং ডিজেলের দাম কমবে লিটার প্রতি ২ টাকা অবধি। বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী বলেন, “মুম্বইয়ের একাধিক অঞ্চলে ডিজেলের উপর কর ২৪ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ করা হচ্ছে। মুম্বই অঞ্চলে পেট্রোলের উপর কর ২৬% থেকে কমিয়ে ২৫% করা হচ্ছে, যার ফলে পেট্রোলের দাম প্রতি লিটারে ৬৫ পয়সা কমবে।”