করোনা অতিমারী কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটে বছরখানেক আগেই। একে একে খুলে যায় সব বন্ধ দরজা। তবে এসব হলেও এই সময়ে চাকরির বাজারে তীব্র মন্দা চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
শূন্যপদ ও বেতন কাঠামো
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হোম গার্ড ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট ১৪৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের প্রতিদিন কর্মীর বেতন হবে ৮৭৮ টাকা। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্যারা লিগ্যাল ভলান্টিয়ার পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও সেই প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবশ্যিকভাবে অষ্টম শ্রেণী পাস করতেই হবে প্রার্থীকে। এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদন ও নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনে। বয়সের প্রমাণপত্র, শিক্ষাও যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটের কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এক কপি রঙ্গিন ছবি সহ আবেদনপত্র উঠতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা পেয়ে যাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আর এই পদে নিয়োগ হবে তিনটি ধাপে। প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে হবে চূড়ান্ত নিয়োগ।