শেষ হতে চলল জুন মাস। কিন্তু দক্ষিণবঙ্গে এখনো বরাহার নাম-গন্ধ নেই। শুধুমাত্র হাওয়া অফিসের পূর্বাভাস আর মোবাইলের ওয়েদার এপ্লিকেশনে বৃষ্টি দেখে দেখে যেন বিরক্ত বাঙালি। কারণ পূর্বাভাস মিলয়ে বর্ষা তো দূর, ছিটেফোঁটা বৃষ্টির দেখাও মেলেনি গত কয়েক সপ্তাহে। আর যেহেতু আমরা ছোট থেকে আষাঢ় ও শ্রাবণ-এই দুটি মাসকে বর্ষাকাল বলে পরে এসেছি, তাই আষাঢ়ের সপ্তাহখানেক কেটে গেলেও এমন শুকনো-খটখটে আবহাওয়া যেন ঠিকঠাক বোধগম্য হচ্ছে না বাঙালির। এদিকে পাল্লা দিয়ে গত কয়েকদিন ধরে গুমোট গরমে অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ নিয়ে হাওয়া অফিস আপডেট দিলেও এতদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই আটকে ছিল বর্ষা। তবে এবার বর্ষা নিয়ে সত্যিকারের সুখবর দিলো হাওয়া অফিস। কারণ এবার বঙ্গোপসাগরের বুকে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, তার মাধ্যমেই মৌসুমী বায়ুর প্রবেশ ঘটতে পারে দক্ষিণে। সেই কারণে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির দাপট দেখা যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতা ও গাঙ্গেয় জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। তাহলে আজ কেমন থাকবে সামগ্রিক রাজ্যের আবহাওয়া? সর্বশেষ আপডেট জেনে নিন এই নিবন্ধ থেকে।
স্বস্তির বৃষ্টি নামবে কলকাতায়
হাওয়া অফিস জানিয়েছে যে আজ দিনভর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেই কারণে শহরে আজ গুমোট গরম থাকবে। তবে আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শহর কলকাতায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি
কলকাতায় বৃষ্টি না হলেও আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণের সব জেলায় মেঘলা আকাশ রয়েছে। সেই কারণে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে এই জেলাগুলিতে। এছাড়াও আজ ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করে হয়েছে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায়। আগামী কয়েকদিন এইসব জেলায় এমনই আবহাওয়া থাকবে বলে জানা গেছে।
উত্তরবঙ্গে বর্ষার দাপট চলবে
আজ ঝড়বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আজ দুর্যোগের পূর্বাভাসের কারণে সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।