ভারতের প্রতিটি নাগরিকের রয়েছে রেশন কার্ডের অধিকার। দেশে খাদ্যাভাব দূর করতে এই ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন শপ থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। কোন গ্রাহক কত পরিমানে খাদ্য শস্য পাবেন তা ঠিক হবে তাঁর রেশন কার্ডের উপর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেশের রেশন ব্যবস্থা চালু রাখতে বেশ কিছু অনুমোদিত দোকান থেকে এই রেশন প্রদান করা হয় গ্রাহকদের। তবে এক্ষেত্রে কার্ড অনুযায়ী আলাদা আলাদা হয় বরাদ্দকৃত রেশনের পরিমাণ। তবে এক্ষেত্রে গ্রাহকদের ঠকিয়ে দিতে পারে ডিলাররা। কারণ কোন কার্ডে কতটা রেশন বরাদ্দ, তো এখনো সঠিকভাবে জানেন না অনেক রেশন গ্রাহক। আর এই পরজমান অনলাইনে জানা যায়। অনেকের ক্ষেত্রেই অনলাইনে এটি যাচাই করা দুঃসাধ্য। তাই এবার এই সমস্যার সমাধান করতে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।
রেশন গ্রাহকদের মোবাইলে ম্যাসেজ পাঠাবে সরকার
এবার থেকে গ্রাহকদের সচেতন করতে একটি দারুন ব্যবস্থা চালু হয়েছে রাজ্যে। এবার থেকে গ্রাহকদের রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো হবে তার জন্য বরাদ্দকৃত রেশন সামগ্রীর পরিমান এবং তার বিষয়ে বিস্তারিত। ইতিমধ্যে, এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। জুন মাসে থেকেই গ্রাহকদের ম্যাসেজ পাঠাচ্ছে খাদ্য দফতর। এর ফলে গ্রাহকরা আগের থেকে জেনে যাচ্ছেন তার রেশনের পরিমান। আর এতে তাদের সহজে ঠকাতে পারবে না রেশন ডিলাররা।
E-KYC না করলে বাতিল হবে রেশন কার্ড
তবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশনের যোগান। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি এই ছোট্ট কাজটি আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনার রাজ্যের অফিসিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন পোর্টাল খুলতে হবে। তারপর আপনার স্ক্রিনে ভেসে ওঠা ‘রেশন-আধার লিঙ্ক’-এর অপশন নির্বাচন করুন।আপনার যে কার্ড এই মুহূর্তে সক্রিয় রয়েছে তার সাথে আধার কার্ড লিংক করাতে আধার লিঙ্ক অপশনটি সিলেক্ট করুন। এই অপশনে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে আপনার রেশন কার্ডের নম্বর এবং তারপর আপনার আধার কার্ডের নম্বর লিখুন। এর সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি লিখুন এবং তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন।এটি করার পরেই আপনার মোবাইল ফোনে একটি OTP পেয়ে যাবেন। খুলে থাকা পেজের নির্দিষ্ট জায়গায় সেই OTP এন্টার করুন। এরপর আপনার অনুরোধটি জমা করা হবে। প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি একটি SMS -এর মাধ্যমে নিশ্চিতকরন পেয়ে যাবেন।