গত বছর ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের ক্ষত এখনো টাটকা। এর মাঝে মাত্র ২২৬ দিনের ব্যবধানে আরেকবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার সামনে আরেকবার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করার হাতছানি এসে গেছে। ঘরের মাঠে না হলেও দুর্দান্ত ক্রিকেটের ইতিহাসে বহনকারী ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে ভারত। ইতিমধ্যে গোটা টুর্নামেন্টে দাপটের সঙ্গে প্রত্যেকটি ম্যাচ জিতেছে ভারত। আর ফাইনাল জিততে পারলেই প্রত্যাশিত সেই ট্রফি উঠবে রোহিত শর্মার হাতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশনিবার টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। একদিকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত, অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা পৌক্যে গিয়েছে টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে। দুই দলই এবার বিশ্বকাপে সেরা ছন্দে খেলেছে প্রতিটি ম্যাচ। তাই ফাইনাল ম্যাচ যে জমবে, তা বলাই যায়। তবে এবার বিশ্বকাপ জিতলে ডবল টাকা পাবে চ্যাম্পিয়ন দল। এমনকি ফাইনালে হারলেও রয়েছে বড় অঙ্কের পুরস্কার। চলুন জেনে নেওয়া যাক এবার ICC টি-২০ বিশ্বকাপের জন্য কি প্রাইজ মানি রেখেছে।
চ্যাম্পিয়ন দলের জন্য কি পুরস্কার?
২০২৪-এর টি-২০ বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে, তারা প্রাইজ মানি হিসেবে পাবে ২.৪৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই পুরস্কারের পরিমান ২০ কোটি টাকারও বেশি।
রানার্স আপ দলের জন্য কি পুরস্কার?
এবারের বিশ্বকাপ ফাইনাল যে টিম হারবে, তারাও কিন্তু বিপুল টাকা বাড়ি নিয়ে ফিরবে। রানার্স টিমের মিলবে ১.২৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই পুরস্কারের পরিমান ১০ কোটি টাকারও বেশি।
সেমিফাইনালিস্ট দলের জন্য কি পুরস্কার?
সেমিফাইনালে হারা দল অর্থাৎ ইংল্যান্ড ও আফগানিস্তান প্রত্যেকে পাবে ৭ লক্ষ ৮৭ হাজার ৫০০ ডলার করে। ভারতীয় মুদ্রায় এই পুরস্কারের পরিমান ৬.৫ কোটি টাকার কাছাকাছি।
বাদবাকি দলের জন্য কি পুরস্কার?
২০২৪-এর টি-২০ বিশ্বকাপে সুপার এইটে অংশগ্রহণকারী দলগুলির জন্য বরাদ্দ ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ ডলার। গ্রুপ পর্বে যে দলগুলি তৃতীয় হয়েছে তাদের জন্য থাকছে ২.৫ লক্ষ ডলারের মতো। এছাড়াও বিশ্বকাপে ১৩-২০ তম স্থানাধিকারী দলগুলির জন্য থাকছে ২.২৫ লক্ষ ডলারের পুরস্কার।