Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আরো কম সময়ে হাওড়া থেকে দিল্লি পৌঁছানো সম্ভব, শীঘ্রই এই ‘হাইস্পিড’ ট্রেন চালাবে রেল

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

দ্রুতগতির ট্রেনের নাম শুনলেই সকলের মাথায় আসে জাপানের বুলেট ট্রেনের নাম। তবে সেই বুলেট ট্রেনকে এখন টক্কর দিচ্ছে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস। 'ট্রেন-১৮' কোড নামে পরিচিত…

দ্রুতগতির ট্রেনের নাম শুনলেই সকলের মাথায় আসে জাপানের বুলেট ট্রেনের নাম। তবে সেই বুলেট ট্রেনকে এখন টক্কর দিচ্ছে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস। ‘ট্রেন-১৮’ কোড নামে পরিচিত এই ট্রেনের গতি এখন আরও কাছাকাছি এনে দিয়েছে দূরের স্থানকে। গোটা দেশেই চালু হয়েছে বন্দে ভারতের পরিষেবা। পশ্চিমবঙ্গেও চালু হয়েছে এই সেমি-হাই স্পিড ট্রেনের যাত্রাপথ। রাজ্যে এখন একাধিক রুটে চলে এই ট্রেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাওড়া-নিউ জলপাইগুড়ির পর কিছুদিন আগেই হাওড়া-পুরী রুটে চালু হয় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথ। তবে সম্পুর্ন শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনটি বর্তমানে পুরোটাই চেয়ার কার, যার সিটগুলি ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম। এছাড়াও অটোমেটিক দরজা বন্ধ ও খোলার ব্যবস্থা সহ একাধিক আন্তর্জাতিক মানের সমস্ত পরিষেবা উপলব্ধ রয়েছে এই সেমি হাইস্পিড ট্রেনে। তাই দেশবাসীর কাছে মধ্যমনি হয়ে উঠেছে এই বন্দে ভারত এক্সপ্রেস।

আরো কম সময়ে হাওড়া থেকে দিল্লি পৌঁছানো সম্ভব, শীঘ্রই এই 'হাইস্পিড' ট্রেন চালাবে রেল

বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ক্লাস

তবে এবার চেয়ার কার থেকে এবার স্লিপার কোচও বন্দে ভারত এক্সপ্রেসে জুড়তে উদ্যোগী হচ্ছে রেল। জানা গেছে, আগামী ২০২৫ সালের মার্চ মাস থেকে এই স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। এছাড়াও এই ট্রেনের স্লিপার ক্লাস ট্রেনে কোচের সংখ্যাও তুলনামূলকভাবে বেশি হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মোট ১৬টি কোচ থাকবে এই ট্রেনে। এরমধ্যে ১১টি এসি থ্রি টায়ার, ৪টি এসি টু-টায়ার ও একটি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। মোট ৮৮৭ জন যাত্রী যেতে পারবেন এই ট্রেনে।

আরো কম সময়ে হাওড়া থেকে দিল্লি পৌঁছানো সম্ভব, শীঘ্রই এই 'হাইস্পিড' ট্রেন চালাবে রেল

এই ট্রেনে কমবে হাওড়া থেকে দিল্লি যাওয়ার সময়

হাওড়া থেকে দিল্লি যেতে বর্তমানে যেকোনো এক্সপ্রেস ট্রেনের ১৭ ঘণ্টা সময় লাগে। তবে এবার থেকে এই যাত্রাপথের সময়সীমা কমিয়ে দেবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। জানা গেছে, নতুন কোচের এই বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে ৯০ থেকে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। এর ফলে হাওড়া থেকে রাজধানী যেতে আরো কম সময় লাগবে বলে জানা গেছে। একইসঙ্গে এই বিশেষ ট্রেন চালানো হবে হাওড়া থেকে মুম্বই রুটেও।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...