WhatsApp হল আমাদের সবার কাছে রোজকার ব্যবহারের একটি এপ্লিকেশন। সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অব্দি এই চ্যাটিং এপ্লিকেশনে একবার চোখ বুলিয়ে নেওয়ার অভ্যেস এখন কমবেশি সকলেরই আছে। অনেকেরই আবার মোবাইলে সবথেকে বেশি ব্যবহৃত এপ্লিকেশন হিসেবে হোয়াটসঅ্যাপ-এর নাম উঠে আসে। এককথায় মোবাইলে সবথেকে বেশি ব্যবহৃত এপ্লিকেশনের মধ্যে অন্যতম হল WhatsApp।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজকাল প্রযুক্তির উন্নতির সঙ্গে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। এটিকে সহজে AI বলেই চিনি আমরা। আজকাল যেকোনো ছবি তৈরি, ভিডিও তৈরি থেকে শুরু করে লেখা এবং বড়সড় যেকোনো সমস্যার সমাধান খুঁজে দিচ্ছে এই AI। এতদিন AI-এর সুবিধা পাওয়ার জন্য ChatGPT বা এই ধরণের পেইড সফটওয়ার ব্যবহৃত হত। তবে এবার বিনামূল্যে AI-এর সুবিধা পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপেও। সেটি কিভাবে এবার জেনে নিন।
Whatsapp-এর Meta AI আসলে কি?
সম্প্রতি, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি নতুন জিনিস নিয়ে বেশ কৌতূহলী হয়ে পড়ছেন। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টির উপর বিভিন্ন স্ক্রিনশট ঘুরছে। আর এটি হল Meta AI। হোয়াটসঅ্যাপ এপ্লিকেশনে চ্যাটের জায়গায় একটি নীল ও বেগুনি রংয়ের বৃত্ত সবাই দেখেছেন। এটি আসলে ChatGPT-র মতোই একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট। এখানে আপনি যেকোনো প্রশ্ন টাইপ করে লিখলে তার সঠিক ও নির্ভুল উত্তর পেয়ে যাবেন অপর প্রান্ত থেকে। ঠিক যেভাবে আমরা Google Search করি, সেভাবেই কাজ করে এই Meta AI-এর চ্যাটবট।
কিভাবে Meta AI-এর সঠিক ব্যবহার করবেন?
হোয়াটসঅ্যাপের নতুন এই Meta AI ফিচার্সকে ব্যবহার করতে পারবেন সহজেই। তবে যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ এপ্লিকেশনে এখনো এই ফিচার্স আসেনি, তাদের অ্যাপটি আপডেট করে হবে। তা সত্ত্বেও না এলে আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এবার এই ফিচার্স এসে গেলে এখান থেকে আপনি আপনার পড়াশুনা, গবেষণা, কাজকর্মের যেকোনো বিষয় সার্চ করে জেনে নিতে পারবেন সহজেই। এমনকি এই চ্যাটবট অনেক সময় Google-এর থেকেও ভালো উত্তর দেয় এবং সহজে বুঝিয়ে দেয়।