প্রতিদিনই যাঁরা একটু একটু করে ডিজিটাইজেশনের পথে এগিয়ে চলেছি। সেই কারণেই এখন মোবাইল আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। কারণ, মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। সেই কারণে মোবাইলকে সচল রাখাটাও জরুরি। আর এখন মোবাইলের চলমান অবস্থা নির্ভর করে মোবাইল রিচার্জের উপর। কারণ এখন প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে রিচার্জ ছাড়া ইন্টারনেট এবং কলিং ফেসিলিটি, কোনোটাই মেলেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এখন দেশজুড়ে রিচার্জের দাম বৃদ্ধি পাওয়ার কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমেছে। কারণ দেশের টেলিকম কোম্পানিগুলি সম্প্রতি তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে। কয়েকদিন আগেই ট্যারিফ বৃদ্ধির ঘোষণা করে Airtel, তারপর Jio একই ঘোষণা করে। আর এবার Vi বা ভোডাফোন-আইডিয়া গ্রাহকদেরও রিচার্জের খরচ বাড়তে চলেছে। কারণ এবার Vi প্রি-পেইড ও পোস্ট-পেইড কানেকশনের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত রিচার্জের দাম বাড়িয়েছে এই টেলিকম সংস্থা, যা কার্যকর হবে আগামী ৪ জুলাই, ২০২৪ থেকে। এখন একনজরে দেখে নিন যে কোন প্ল্যানের দাম কত বৃদ্ধি পেয়েছে।
২৮ দিনের প্ল্যানের মূল্যবৃদ্ধি
● প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০ এসএমএস সহ ২৮ দিনের মেয়াদের যে প্ল্যানের দাম ছিল ২৫৬ টাকা, তা বেড়ে হয়েছে ২৯৯ টাকা।
● প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস সহ ২৮ দিনের মেয়াদের যে প্ল্যানের দাম ছিল ২৯৯ টাকা, তা বেড়ে হয়েছে ৩৪৯ টাকা।
১ মাস থেকে ৫৬ দিনের প্ল্যানের মূল্যবৃদ্ধি
● প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০ এসএমএস সহ ১ মাসের দিনের মেয়াদের যে প্ল্যানের দাম ছিল ৩১৯ টাকা, তা বেড়ে হয়েছে ৩৭৯ টাকা।
● প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস সহ ৫৬ দিনের মেয়াদের যে প্ল্যানের দাম ছিল ৪৭৯ টাকা, তা বেড়ে হয়েছে ৫৭৯ টাকা।
● প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০ এসএমএস সহ ৫৬ দিনের মেয়াদের যে প্ল্যানের দাম ছিল ৫৩৯ টাকা, তা বেড়ে হয়েছে ৬৪৯ টাকা।
৮৪ দিনের প্ল্যানের মূল্যবৃদ্ধি
● প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস সহ ৮৪ দিনের মেয়াদের যে প্ল্যানের দাম ছিল ৭১৯ টাকা, তা বেড়ে হয়েছে ৮৫৯ টাকা।
● প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০ এসএমএস সহ ৮৪ দিনের মেয়াদের যে প্ল্যানের দাম ছিল ৮৩৯ টাকা, তা বেড়ে হয়েছে ৯৭৯ টাকা।
৩৬৫ দিনের প্ল্যানের মূল্যবৃদ্ধি
● প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস সহ ৩৬৫ দিনের মেয়াদের যে প্ল্যানের দাম ছিল ২,৮৯৯ টাকা, তা বেড়ে হয়েছে ৩,৪৯৯ টাকা।