Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PhonePe, Gpay অতীত, নিজস্ব UPI অ্যাপ লঞ্চ করলো Flipkart, ব্যবহার করলেই দুর্দান্ত ক্যাশব্যাক পাবেন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

করোনাকালীন সময়ে একটা দীর্ঘ সময় যাবৎ ঘরবন্দি ছিলেন মানুষজন। একদিকে যেমন ছিল করোনা ছড়ানোর আতঙ্ক, অন্যদিকে এই পরিস্থিতিতে বেঁচে থাকাটাও ছিল চ্যালেঞ্জিং। তাই এই সময় ভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই কাঁচা…

করোনাকালীন সময়ে একটা দীর্ঘ সময় যাবৎ ঘরবন্দি ছিলেন মানুষজন। একদিকে যেমন ছিল করোনা ছড়ানোর আতঙ্ক, অন্যদিকে এই পরিস্থিতিতে বেঁচে থাকাটাও ছিল চ্যালেঞ্জিং। তাই এই সময় ভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই কাঁচা টাকা লেনদেন বন্ধ করেন। আর এর বিকল্প হিসেবে এই সময় থেকেই জনপ্রিয়তা লাভ করে UPI Payments-এর পন্থা। ব্যাঙ্ক ট্রান্সফারের ঝক্কি না সহ্য করে সহজেই UPI-এর মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টিকে যেন কয়েকমাসে আপন করে নেয় দেশবাসী। আর সেই কারণেই অল্প সময়ে UPI ব্যবহারকারীর সংখ্যাটা বেড়ে যায় কয়েকগুণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে পেট্রোল পাম্প থেকে সামান্য পানের দোকানেও রয়েছে UPI পেমেন্টের ব্যবস্থা। নির্দিষ্ট নম্বর দিয়ে যেমন পেমেন্ট করা যায় এই মাধ্যমে, তেমনই আবার QR Code স্ক্যান করেও দেওয়া যায় টাকা। অনেকেই PhonePe, Google Pay, Amazon Pay সহ নানা মাধ্যম ব্যবহার করে থাকেন। তবে এবার ভারতের জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট বতাদের নিজস্ব UPI অ্যাপ লঞ্চ করলো, যার মাধ্যমে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে ব্যবহারকারীদের। Flipkart-এর super.money নামের এই UPI অ্যাপে বিভিন্ন সুবিধা মিলবে। একনজরে জেনে নিন এই সম্পর্কে।

PhonePe, Gpay অতীত, নিজস্ব UPI অ্যাপ লঞ্চ করলো Flipkart, ব্যবহার করলেই দুর্দান্ত ক্যাশব্যাক পাবেন

super.money অ্যাপের সুযোগ সুবিধা

● এটি ফ্লিপকার্ট-এর নিজস্ব UPI পেমেন্ট অ্যাপ। তাই ফ্লিপকার্ট থেকে যেকোনো জিনিস কিনলে এটি থেকে সহজে পেমেন্ট করতে পারবেন।
● ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস কিনে এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক পাবেন।
● Flipkart, Myntra, Shopsy ই-কমার্স সংস্থা থেকে জিনিস কিনে এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে ছাড় পেয়ে যাবেন।
● পরবর্তীতে এই UPI পেমেন্ট অ্যাপের মাধ্যমে বৈধ ক্রেডিট কার্ড বিনামূল্যে দিতে পারে সংস্থা।
● বিভিন্ন সেল-এর সময়ে এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে ফ্লিপকার্ট থেকে জিনিস কিনলে অনেক সুবিধা পাবেন।

PhonePe, Gpay অতীত, নিজস্ব UPI অ্যাপ লঞ্চ করলো Flipkart, ব্যবহার করলেই দুর্দান্ত ক্যাশব্যাক পাবেন

শুরুতে super.money অ্যাপ ব্যবহার করলে আকর্ষণীয় ক্যাশব্যাক

এখনো এই UPI পেমেন্ট অ্যাপটির সম্পূর্ন স্টেবল ভার্সন লঞ্চ করতে পারেনি সংস্থা। প্লে-স্টোরে এখন অ্যাপটির বিটা ভার্সন উপলব্ধ রয়েছে। তবে এটি ডাউনলোড করে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। আর এখন এই অ্যপের মাধ্যমে পেমেন্ট করে ফ্লিপকার্ট থেকে যেকোনো জিনিস কিনলে ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। আর এই ক্যাশব্যাক আপনি ওয়ালেট থেকে সরাসরি সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...