কম খরচে এখন কাছেপিঠের যেকোনো গন্তব্যে সহজে পৌঁছানো যায় টোটোর মাধ্যমে। এটি সাধারণভাবে টোটো নামে পরিচিত হলেও এটিকে ই-রিক্সা বলা হয়। বর্তমানে এই তিন চাকা ওয়ালা ব্যাটারি চালিত গাড়ির চলাচল গ্রাম থেকে শহর সব জায়গাতেই বেশি। গ্রামাঞ্চলে অনেক মানুষের পরিবহনের একমাত্র মাধ্যম এই টোটো। তবে শহরাঞ্চলে এই গাড়ির রমরমা সবথেকে বেশি। আজকাল শহরের সব মোড়েই দেখা মেলে এইসব গাড়ির। অটোর থেকে এই ব্যাটারি চালিত রিক্সার চলাচল আজকাল বেশি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই কারণে অনেক বেকার যুবক ও যুবতী এখন এই ধরণের ই-রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। আবার অনেকেই রয়েছেন যারা প্যাডেল রিক্সা ছেড়ে এই ধরণের বৈদ্যুতিক রিক্সা কিনছেন। তাই আজকাল বাজারে এই ধরণের তিন চাকা রিক্সার চাহিদা ও বিক্রি দুটোই বেড়েছে। আর এবার এই ব্যাটারিচালিত গাড়ির বাজারে ধামাকা করতে ঢুকে পড়েছে Mahindra। সম্প্রতি, এই কোম্পানি তাদের প্রথম ই-রিক্সা বাজারে এনেছে, যার নাম দেওয়া হয়েছে Mahindra Treo Plus। দুর্দান্ত কিছু ফিচার্স সমৃদ্ধ এই টোটো গাড়ি কিনলে অতিরিক্ত কিছু সুবিধা পাবেন গ্রাহকরা। এখন একনজরে দেখে নিন এই গাড়ির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
Mahindra Treo Plus-এর স্পেসিফিকেশন
এই তিন চাকা ই-রিক্সার সবথেকে বড় সুবিধা হল এর সাশ্রয়ী সিস্টেম। এই গাড়ি চালানোর খরচ অনেকটাই কম। কিলোমিটার প্রতি মাত্র ১০ পয়সা খরচ হয় এই গাড়িটি চালাতে। তা ব্যবসায়িক ক্ষেত্রে এই গাড়িটি দারুন উপযোগী হবে। এই বৈদ্যুতিক রিক্সায় দেওয়া হয়েছে একটি ১০.২৪kWh ব্যাটারি শক্তি যা ৪২ এনএম টর্ক ও ৮ কিলোওয়াত শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও এই গাড়িটির রেঞ্জ ১৫০ কিলোমিটার বলে দাবি করছে কোম্পানি। বৈদ্যুতিক এই ইলেকট্রিক রিকশা এক ঘন্টায় কিলোমিটার যেতে সক্ষম। তাই ব্যবসার জন্য এই গাড়ি কিনলে ভালো লাভ হবে।
Mahindra Treo Plus-এর দাম
এই গাড়িটি সম্প্রতি, লঞ্চ হয়েছে দেশীয় বাজারে। তাই গাড়িটি কিনতে চাইলে যেকোনো Mahindra শোরুমে যেতে পারেন। গাড়িটি বর্তমান দাম রয়েছে ৩.৫৮ লক্ষ টাকা। তবে গাড়িটি আপনি চাইলে কিস্তির মাধ্যমেও কিনতে পারবেন। এক্ষেত্রে নূন্যতম কিছু টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা মাসিক কিস্তিতে দিতে পারেন। তাই ব্যবসার জন্য কিনতে চাইলে ডাউন পেমেন্টের টাকা জোগাড় করে কিনতে পারবেন গাড়িটি। এছাড়াও লঞ্চ অফার হিসেবে Mahindra কোম্পানি গ্রাহকদের ১ বছরের জন্য দুর্ঘটনাজনিত বিমা কভারেজ দেবে।