একবিংশ শতাব্দী দিন দিন ডিজিটাল যুগ হয়ে উঠছে। এককথায় এই ডিজিটাল যুগ হল স্মার্ট গ্যাজেটের যুগ। আর সব গ্যাজেটের মধ্যে স্মার্টফোন বর্তমানে সর্বাধিক জনপ্রিয়। সেই কারণেই স্মার্টফোন আজকাল সকলের হাতেই থাকে। আট থেকে আশি, এই একটি গ্যাজেট ছাড়া যেন সবাই অচল। সে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক বা ক্যামেরা দিয়ে ছবি-ভিডিও তোলা কিংবা গান শোনা অথবা সিনেমা দেখা- স্মার্টফোন আমাদের কমবেশি সব কাজেই অত্যন্ত দরকারি একটি জিনিস। বলা যায়, জীবনের এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই স্মার্টফোন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমানে স্মার্টফোনের বাজারে রাজ করছে ভারতের প্রতিবেশী দেশ চীন। কারণ বিগত কয়েকবছরে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি ভারতের বাজারে চুটিয়ে ব্যবসা করেছে। তবে চীনের এই একাধিপত্য এবার শেষ হতে চলেছে। কারণ এবার থেকে চীনকে এই ব্যবসায় বড় টক্কর দিতে চলেছে ভারত। জানা গেছে, এবার ভারতীয় মোবাইল বেশি করে রপ্তানি করার পরিকল্পনা নিয়ে।
মোবাইল রপ্তানিতে চীনকে টেক্কা দিচ্ছে ভারত
সম্প্রতি প্রকাশিত হওয়া একটি রিপোর্ট বলছে, বর্তমানে প্রতি ঘন্টায় আমেরিকাকে ৪.৪৩ কোটি টাকার মোবাইল রপ্তানি করছে ভারত। চীন ও ভিয়েতনামের পাশাপাশি এবার ভারতও অন্যতম মোবাইল রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। যদি পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে ২০২২-২০২৩ অর্থবর্ষে যেখানে মাত্র ৯৯৮ মিলিয়ন ডলারের স্মার্টফোন আমেরিকাকে রপ্তানি করেছিল ভারত। তবে ২০২৩-২০২৪ অর্থবর্ষে মাত্র ৯ মাসেই অনেক বেশি মোবাইল রপ্তানি করেছে ভারত। গত অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর অবধি ভারত আমেরিকাকে ৪.৪৩ বিলিয়ন ডলারের স্মার্টফোন রপ্তানি করেছে। এই পরিমান এই অর্থবর্ষে আরো বেশি বাড়বে বলে জানা গেছে।
সরকারের এই স্কিমের মাধ্যমে বাড়ছে মোবাইল রপ্তানি
ভারতের স্মার্টফোন রপ্তানি বৃদ্ধির নেপথ্যে রয়েছে সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কিম। এটি হল PLI স্কিম। এই স্কিমের মাধ্যমে ভারতে বিভিন্ন বড় বড় বিদেশি কোম্পানি মোবাইল নির্মাণের পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে যেমন নাম রয়েছে Samsung, Vivo, Xiomee ইত্যাদি কোম্পানির, তেমনই সম্প্রতি নাম জুড়েছে Apple কোম্পানিরও। এইসব কোম্পানিগুলি আজকাল ভারতের মাটিতে মোবাইল তৈরি করছে। এছাড়াও কিছু দেশীয় কোম্পানিও বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে। সব মিলিয়ে ভারত এখন মোবাইল বিক্রি করে ভালো পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে দিনের পর দিন।