Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরি হবে, বেতন ২৯,০০০ টাকা, কিভাবে আবেদন করবেন?

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ…

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ভারতীয় ডাকবিভাগ। সম্প্রতি, ভারতীয় ডাকবিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরি হবে, বেতন ২৯,০০০ টাকা, কিভাবে আবেদন করবেন?

শূন্যপদ ও বেতন কাঠামো

জানা গেছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ভারতে মোট শূন্যপদ ৪০,০০০ টি। কোন পদে কতগুলি শূন্যপদ রয়েছে, তা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে প্রতিটি পদে নিয়োগের পর শুরুর মাসিক বেতন হবে ১২,০০০ টাকা থেকে ২৯,০০০ টাকা অবধি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

এখানে যেসব পদের বিজ্ঞপ্তি জারি হতে পারে, তার মধ্যে বেশিরভাগ পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। একইসঙ্গে কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এইসব পদে আবেদনের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সে বিশেষ ছাড় আছে।

লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরি হবে, বেতন ২৯,০০০ টাকা, কিভাবে আবেদন করবেন?

আবেদন ও নিয়োগ পদ্ধতি

এইসব পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। প্রথমেই ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখসন রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সব তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর সব নথি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর জমা দিতে হবে আবেদন ফি। এইসব পদের জন্য আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে শীঘ্রই শুরু হবে। তখনই এই গুরুত্বপূর্ণ তারিখগুলি জানা যাবে। এইসব পদের মধ্যে গ্রামীন ডাক সেবক পদে নিয়োগের আগে প্রার্থী বাছাইয়ের জন্য কোনো পরীক্ষা নেওয়া হবেনা। এক্ষেত্রে সরাসরি নথি যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হয়।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...