মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। আজকাল জীবনের পদে পদে মোবাইলের ব্যবহার হয়ে থাকে। সেই কারণে মোবাইলকে প্রতিদিন সচল রাখাটা জরুরি। আর এখন মোবাইলের চলমান অবস্থা নির্ভর করে মোবাইল রিচার্জের উপর। কারণ এখন প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে রিচার্জ ছাড়া ইন্টারনেট এবং কলিং ফেসিলিটি, কোনোটাই মেলেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি, কয়েকদিন আগেই ট্যারিফ বৃদ্ধি করেছে জিও। এর ফলে দেশব্যাপী জিও গ্রাহকদের রিচার্জের দাম বেড়ে গিয়েছে। এই নিয়ে এখন চারদিকে চর্চা চলছে। এমনকি এই সিদ্ধান্তে জিও কোম্পানির উপর ক্ষুব্ধ গ্রাহকরা। একইভাবে ক্ষোভের সঞ্চার ঘটেছে Airtel ও Vi গ্রাহকদের মধ্যেও। তবে, এই মূল্যবৃদ্ধি থেকে বাঁচতে অনেকেই এডভান্স রিচার্জ করছেন। আর এই এডভান্স রিচার্জের ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালু করলো Jio, Airtel ও Vi। সেই নিয়ম সম্পর্কে এবাফ জেনে নিন।
Jio-র এডভান্স রিচার্জ সংক্রান্ত নিয়ম
ট্যারিফ বৃদ্ধি পাওয়ার আগে Jio গ্রাহকরা জোট খুশি এডভান্স রিচার্জ করতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকদের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম রাখেনি জিও সংস্থা। একইসঙ্গে বর্তমানে আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio। তাই ৩ জুনের আগে আনলিমিটেড 5G ডেটার রিচার্জ নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। তবে এই তারিখের আগে যেকোনো রিচার্জ করলে কম দামে সেটি পাবেন।
Airtel-এর এডভান্স রিচার্জ সংক্রান্ত নিয়ম
Jio এডভান্স রিচার্জ সংক্রান্ত কোনো নিয়ম জারি না করলেও Airtel এই সংক্রান্ত একটি বিশেষ নিয়ম চালু করেছে। Airtel জানিয়েছে যে গ্রাহকরা ৭৩০ টাকার পর্যন্ত এডভান্স রিচার্জ করতে পারবেন। ১৫৫, ১৭৯, ২৮৯, ২৯৬, ৪৫৫, ৪৮৯, ৫০৯, ১,৭৯৯ টাকার প্ল্যান যাঁরা রিচার্জ করেছেন, তাঁরা অ্যাডভান্স রিচার্জ করতে পারবেন একই মূল্যের প্ল্যানের সঙ্গে। তবে ২০৯, ২৩৯, ২৬৫, ৩১৯, ৩,৫৮৯, ৪৭৯, ৪৯৯, ৫১৯, ৬৬৬, ৬৯৯, ৭১৯, ৮৩৯, ৮৬৯, ৯৯৯, ১,৯৯৯, ১,৪৯৯ টাকার রিচার্জের সঙ্গে অন্য রিচার্জ করা যাবে।
Vi-এর এডভান্স রিচার্জ সংক্রান্ত নিয়ম
Jio ও Airtel-এর তরফে এডভান্স রিচার্জ নিয়ে গ্রাহকদের বিভ্রান্তি দূর করার জন্য ঘোষণা কোর্স হলেও Vi এই সংক্রান্ত কোনো ঘোষণা এখনো করেনি। যেহেতু Vi তার গ্ৰাহকদের আনলিমিটেড 5G ডেটা দেয় না, তাই এডভান্স রিচার্জ নিয়েও কোনো বিবৃতি দেয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সময়ে Vi গ্রাহকরা ১ বছরের যেকোনো প্ল্যান রিচার্জ করে নিতে পারেন।