মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। সেই কারণে মোবাইলকে সচল রাখাটাও জরুরি। আর এখন মোবাইলের চলমান অবস্থা নির্ভর করে মোবাইল রিচার্জের উপর। কারণ এখন প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে রিচার্জ ছাড়া ইন্টারনেট এবং কলিং ফেসিলিটি, কোনোটাই মেলেনা। তবে মোবাইলে শুধুমাত্র কাউকে কল করা বা ম্যাসেজ করার পাশাপাশি ও এক কাজই আজকাল করা হয়। এর মাঝে যেমন সোশ্যাল মিডিয়ার ব্যবহার রয়েছে, তেমনই রয়েছে অনলাইন শপিংয়ের বিষয়টিও। এছাড়াও মোবাইলকেন্দ্রিক বিনোদনের ব্যবস্থা আজকাল ব্যাপকভাবে জনপ্রিয় গ্রাহকদের মধ্যে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিছু সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন গ্রাহকরা। আর এখন দেশজুড়ে রিচার্জের দাম বৃদ্ধি পাওয়ার কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমেছে। কারণ দেশের টেলিকম কোম্পানিগুলি সম্প্রতি তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে। কয়েকদিন আগেই ট্যারিফ বৃদ্ধির ঘোষণা করে Airtel, তারপর Jio একই ঘোষণা করে। আর এবার Vi বা ভোডাফোন-আইডিয়া গ্রাহকদেরও রিচার্জের খরচ বাড়তে চলেছে। তবে এই পরিস্থিতিতে গ্রাহকদের বিরাট সুবিধা দিচ্ছে BSNL। কম খরচে দুর্দান্ত কিছু সুবিধা পাওয়া যাচ্ছে BSNL-এর এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে।
BSNL-এর সস্তার রিচার্জ প্ল্যান এসে গেছে
একদিকে যখন Jio, Airtel ও Vi-এত মতো টেলিকম সংস্থা, তাদের ট্যারিফ বৃদ্ধি করে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, তখন ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন রকমের প্ল্যান লঞ্চ করছে দেশের বিভিন্ন রাজ্যে। আর এবার এমন একটি প্ল্যান বাজারে আসছে, যাতে ইন্টারনেট ও কলিং সুবিধা- সবই মিলবে কম খরচে। দেড় মাসের বৈধতা সহ এই প্ল্যান কিনতে পারবেন গ্রাহকরা। যেখানে এই একই মেয়াদের প্ল্যানে অন্যান্য টেলিকম সংস্থা অনেক বেশি দাম নিচ্ছে, সেখানে BSNL-এর প্ল্যান গ্রাহকদের কাছে ব্যাপক আকর্ষণীয় হতে পারে বলে জানা যাচ্ছে।
BSNL-এর কত টাকার রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা?
আজকাল সবার মধ্যেই আনলিমিটেড প্ল্যান রিচার্জ করার প্রবণতা বাড়ছে। তাই গ্রাহকদের এই চাহিদা মাথায় রেখে এই প্ল্যানটি বাজারে এনেছে BSNL। এই প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে ৪৫ দিনের বৈধতা দেওয়া হবে এই রিচার্জ প্ল্যানে। এই ৪৫ দিনের জন্য মোট ৯০ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন ১০০ টি এসএমএস ফ্রি’তে পাঠাতে পারবেন গ্রাহকরা। আর এই প্ল্যান রিচার্জের জন্য গ্রাহকদের মাত্র ২৪৯ টাকা খরচ করতে হবে।