দেশীয় বাজারে আজকাল বাইকের চাহিদা তুঙ্গে। বাইক হল আজকাল মানুষের জীবনের যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে ক্রেতা অনুযায়ী বাইকের মডেল ও চাহিদাও ভিন্ন হয় বাজারে। যেভাবে মধ্যবিত্ত মানুষজন পছন্দ করেন বাজেট সেগমেন্ট বা মিড-রেঞ্জ বাইক, তেমনই আবার অনেক উচ্চবিত্ত ভারতীয় শখ পূরণের জন্য প্রিমিয়াম বাইকও কিনে থাকেন। তাই এদেশে প্রিমিয়াম বাইকের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। সেই সঙ্গে বাড়ছে বিক্রি ও নতুন নতুন বাইক লঞ্চের সংখ্যাটাও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতের প্রিমিয়াম বাইকের তালিকায় Royal Enfield-এর নাম সবার আগে উঠে আসে। বলা যায়, বর্তমানে এই বাইককে টেক্কা দিতে পারেনি কোনো কোম্পানিই। তবে এখন প্রিমিয়াম ও শক্তিশালী স্পোর্টি লুকের বাইকের চাহিদা বা জনপ্রিয়তা দুটোই বাড়ছে দিন দিন। আর ভারতীয় ক্রেতাদের এই চাহিদা পূরণের জন্য বাজারে নামছে ব্রিটেনের বাইক নির্মাতা কোম্পানি Triumph। সম্প্রতি, এই কোম্পানির ৬৬০ সিসির মডেল Triumph Daytona বাইকটির বুকিং শুরু হয়েছে ভারতে। শীঘ্রই এই বাইক ভারতে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।
Triumph Daytona 660-র ইঞ্জিন ও লুক
জানা যাচ্ছে, এই নতুন মডেলের স্পোর্টি প্রিমিয়াম বাইকটি কিছুটা ট্যুরিং ফ্রেন্ডলি ও আউটরাইট সুপারস্পোর্ট মোটরসাইকেল হিসেবে বাজারে লঞ্চ হতে চলেছে। এই বাইকে ৬৬০ সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। বাইকের এই ইঞ্জিন যেকোনো প্রিমিয়াম বাইককে টক্কর দিতে পারবে। কারণ Triumph-এর এই বাইকের ইঞ্জিন ১১,২৫০ আরপিএম গতিতে ৯৫ বিএইচপি ক্ষমতা এবং ৮,২৫০ আরপিএম গতিতে ৬৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। তাই যারা শক্তিশালী বাইক চাইছেন, তারা এই বাইকটিকে বিকল্প হিসেবে দেখতে পারেন।
Triumph Daytona 660-র ফিচার্স ও দাম
হার্ডওয়্যার সেটআপ হিসেবে এই বাইকে দেওয়া হয়েছে ৪১ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টমেন্ট যুক্ত মোনোশক সাসপেনশন। বাইকের সামনে ৩১০ মিমি টুইন এবং পিছনে ২২০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এইসব ফিচার্স বাইকটিকে প্রিমিয়াম তকমা দিতে পারে। এগুলি ছাড়াও বাইকটি লের দুর্দান্ত কিছু ফিচার্স মিলবে। এর মধ্যে উল্লেখযোগ্য- অল এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ টিএফটি বা এলসিডি ডিসপ্লে, রেইন, রোড ও স্পোর্ট রাইডিং মোড। অনুমান করা হচ্ছে, Triumph Daytona 660 বাইকটি লঞ্চ হলে ভারতে তার এক্স-শোরুম দাম হবে ১০ লক্ষ টাকার মধ্যে। বাইকের বুকিং শুরু হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।