Milk Price hike : বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের উদযাপন চলছে দেশজুড়ে। কারণ ভারতে লোকসভা নির্বাচন চলছে। তবে চলছে বললে ভুল হবে, কারণ শনিবার শেষ হল লোকসভা নির্বাচন। প্রায় দেড় মাস ধরে ভোটগ্রহণ হল দেশজুড়ে। সাত দফায় এবার লোকসভা নির্বাচন সম্পন্ন হল দেশের প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে। সপ্তম দফার ভোটগ্রহণ হল শনিবার। এই দিন রাজ্যের ৯ টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হল। আর এই বিরাট আয়োজনের সমাপ্তি হল এদিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর ভোট শেষ হওয়ার পরই এবার মূল্যবৃদ্ধির নাগপাশে আবদ্ধ হয়ে উঠছে দেশ। তার প্রমান মিললো ভোট শেষ হওয়ার একদিন পরেই। কারণ এবার দুধের মতো সুষম খাদ্যের দাম বাড়লো। সোমবার থেকেই এই মূল্যবৃদ্ধির ঘোষণা করলো দেশের অন্যতম বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমূল।আমুল হল গুজরাটের আনন্দে অবস্থিত গুজরাট মিল্ক মার্কেটিং ফেডারেশন নামে ভারতীয় বহুজাতিক সমবায় সমিতির একটি সংক্ষিপ্ত রূপ। এই সংস্থাটি ৩.৬ মিলিয়ন দুধ উৎপাদনকারী দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই দেশজুড়ে এই সংস্থার বিভিন্ন ধরণের দুধ ও দুগ্ধজাত প্রোডাক্ট বিখ্যাত। তাই আমূলের মূল্যবৃদ্ধি লের ঘোষণায় শোরগোল পড়লো দেশজুড়ে।
মূল্যবৃদ্ধি সম্পর্কে কি ঘোষণা করেছে Amul?
সম্প্রতি, গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন যে উৎপাদন এবং বণ্টনের খরচ বৃদ্ধি পাওয়ায় এই মূল্যবৃদ্ধি ৩ জুন থেকে লাগু হচ্ছে দেশজুড়ে। এই মর্মে সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘লিটার প্রতি ২ টাকা দাম বৃদ্ধি করার অর্থ, এমআরপিতে ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করা। যা কি না খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারের তুলনায় খুবই কম। এ-ও মনে রাখা দরকার, ২০২৩ সালে ফেব্রুয়ারি মাস থেকে দুধের দাম বৃদ্ধি করেনি আমূল। কিন্তু আনুষাঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ।’
কোন ধরণের দুধ কেমন দামে বিক্রি হবে?
● Amul Gold ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম হয়েছে ৩২ টাকা।
● Amul Gold ১ লিটারের প্যাকেটের দাম হয়েছে ৬৬ টাকা।
● Amul Standard ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম হয়েছে ২৯ টাকা।
● Amul Taaza ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম হয়েছে ২৬ টাকা।
● Amul Tea Special ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম হয়েছে ৩০ টাকা।
● Amul Shakti ১ লিটারের প্যাকেটের দাম হয়েছে ৬২ টাকা।