Data Entry Operator Job : পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বা PGIMER হল ভারতের চণ্ডীগড়ে অবস্থিত একটি পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য চিকিৎসা শিক্ষন, গবেষণা এবং প্রশিক্ষণের সুবিধা রয়েছে। এটি উত্তর তৃতীয় সেরা হাসপাতাল। পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, বিহার এবং উত্তরপ্রদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করে এই সংস্থা। তবে শুধুমাত্র হাসপাতাল নয়, এই সংস্থা অনেক গবেষণার কাজ করে থাকে, যা দেশবাসীর উন্নতির স্বার্থে কাজে লাগানো হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এবার এই সংস্থায় নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এখন যেমন তীব্র মন্দা চাকরির বাজারে, তেমনই গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার। তবে এবার পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ বা PGIMER-এ গ্রুপ-সি লেভেলের পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েই চাকরির সুযোগ পাবেন। এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।
শূন্যপদ ও কর্মীদের বেতনক্রম
পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ বা PGIMER কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে নিয়োগ করা হবে। তবে এর জন্য কতগুলি শূন্যপদ রয়েছে তা জানা যায়নি। এদিকে নিয়োগের পর প্রার্থীদের বেতন কেমন হবে, তা সম্পর্কেও জানা যায়নি। কারণ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছুই বলা হয়নি। তীব্র মনে করা হচ্ছে যে সরকারি গ্রুপ-সি লেভেলের কর্মীদের মতোই বেতন পাবেন এই পদে স্থলাভিষিক্ত কর্মীরা।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মানদণ্ড বিস্তারিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে জানানো হয়েছে যে আবেদনকারীকে আবশ্যিকভাবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিগ্রি অর্জন অথবা আইটিআই অথবা কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এই চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স আবশ্যিকভাবে ৩০ বছরের নিচে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদন ও নিয়োগ প্রক্রিয়া
এই শুন্যপদের জন্য আবেদনকারীদের আগের থেকে আবেদন করতে হবে অফলাইনে। এক্ষেত্রে PGIMER-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। তারপর সেটিকে ভালোভাবে পড়ে সাদা কাগজে আবেদনপত্র লিখে প্রয়োজনীয় সব নথি সহ জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন বিজ্ঞপ্তিতে। আবেদনপত্র যাচাইয়ের পর প্রার্থীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে। সেভাবেই হবে নিয়োগ। ৬ জুন অবধি আবেদনপত্র জমা দেওয়া যাবে। এরপর ৮ জুন প্রার্থীদের একটি লিস্ট তৈরি করা হবে এবং ১৩ জুন লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ হতে পারে এই পদে নিয়োগের জন্য।