Assembly Election 2024 Result : দীর্ঘ কয়েকমাস ধরে লোকসভা নির্বাচন হয়েছে দেশজুড়ে। জনতার জনাদেশ পড়েছে দেশজুড়ে। গত ১ জুন শেষ হয়েছে ভোটগ্রহণ। আজ ৪ ই জুন। আজকেই চূড়ান্ত দিন। অনেকেই বলছেন আজ কার্যত D-Day। কারণ আজ ভোটগণনা চালু হয়েছে সকাল ৮ টা থেকে। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় দেশের সব ভোটগণনা কেন্দ্রগুলি। আর এই নিরাপত্তার মাঝেই শুরু জয় ভোটগণনা। ফলাফলের দিকে তাকিয়ে সবাই। মোদির হ্যাট্রিক, নাকি রাহুল-অখিলেশদের কামব্যাক- এই প্রশ্নে মশগুল দেশবাসী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে ভোটগণনা শুরু হতেই কয়েকদিনের রাজনৈতিক ট্রেন্ড অনেকটা বদলে যায়। সব ‘এক্সিট পোল’-কে কার্যত দুরমুশ করে দিলো জনতার জনাদেশ। দেশজুড়ে দারুন কামব্যাক করেছে কংগ্রেস। একইসঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিটি দলই দারুন ফলাফলের পথে এগোচ্ছে। এই মুহূর্তে ৩০০-র কাছাকাছি লোকসভা আসনে এগিয়ে রয়েছেন এনডিএ প্রার্থীরা। এদিকে ইন্ডিয়া জোটের প্রার্থীরাও ২৩০-এর কাছাকাছি আসনে এগিয়ে। তাই দেশজুড়ে একটা দারুন লড়াইয়ের ছবি ধরা পড়ছে আজ সকাল থেকেই। এবার পশ্চিমবঙ্গের চিত্রটা দেখে নেবো একবার।
পশ্চিমবঙ্গের যেসব আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস
কোচবিহার, রায়গঞ্জ, বালুরঘাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, বোলপুর, কৃষ্ণনগর, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বসিরহাট, মথুরাপুর, জয়নগর, দমদম, বারাসত, ব্যারাকপুর।
রাজ্যের যেসব আসনে এগিয়ে বিজেপি
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মালদা উত্তর, পুরুলিয়া, বিষ্ণুপুর, রানাঘাট, বনগাঁ, তমলুক এবং কাঁথি। উত্তরবঙ্গে গতবার ৭ টি আসন পেয়েছিল বিজেপি। আপাতত সেখানে ৪ টি আসনে এগিয়ে আছে বিজেপি। তবে এখনো অনেক রাউন্ডের ভোটগণনা বাকি। তাই ফলাফল অনেকটাই বদলে যেতে পারে আগামী সময়ে। আপাতত সেদিকেই তাকিয়ে সবাই।