NIA Recruitment : বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি, কেন্দ্র সরকারের অধীনস্থ একটি তদন্তকারী সোনাথর পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA অনুযায়ী শীঘ্রই এই এই সংস্থার একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। এখন একনজরে দেখে নিন যে কিভাবে আবেদন করবেন এইসব পদের জন্য।
শূন্যপদ ও নিয়োগের পর বেতনের বিস্তারিত
বিজ্ঞপ্তি অনুযায়ী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ করা হবে। যেসব প্রার্থীরা চাকরি পাবেন, তাদের নিয়োগ করা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সদর দফতরে। নিয়োগের পর এই পদে কর্মরত প্রার্থীরা প্রতি মাসে সর্বনিম্ন ৫৬,১০০ টাকা থেকে সর্বোচ্চ ২,০৮,৭০০ টাকা অবধি বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে আইন নিয়ে পড়াশুনা করে একজন স্নাতক এডকোকেট হয়ে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর ফৌজদারি মামলা প্রসিকিউশনে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবশ্যিকভাবে। এইসব যোগ্যতা ও অভিজ্ঞতা যাদের রয়েছে, তাদের বয়স যদি ৫৬ বছরের কম হয়, তাহলে তারাই আবেদন করতে পারবেন এই পদের জন্য।
কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে প্রার্থীদের?
শুধুমাত্র যোগ্যতা যাচাই, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ ও সময় আবেদন করার পর প্রার্থীকে ফোন বা ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন?
অফলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। তার জন্য প্রথমেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। সেখানেই ফরম পাওয়া যাবে। সেটিকে প্রিন্ট করিয়ে সেটি পূরণ করে, সমসাময়িক পাসপোর্ট সাইজ ছবি, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র ও অভিজ্ঞতার প্রমানপত্র সহ জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এই ঠিকানা আপনি পেয়ে যাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আবেদনের সে তারিখ ০৪.০৬.২০২৪।