Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্পেশ্যাল এডিশন গাড়ি লঞ্চ করছে ফ্রেঞ্চ কোম্পানি, কবে থেকে কিনতে পারবেন ক্রেতারা? জেনে নিন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

সিট্রোয়েন একটি ফরাসি অটোমোবাইল ব্র্যান্ড। অটোমোবাইলস সিট্রোয়েন নামের এই গাড়ি উৎপাদনকারী সংস্থাটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় ফ্রান্স দেশে। আন্দ্রে সিট্রোয়েন নামের এক ব্যক্তি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। যদিও এই কোম্পানি শুরুতে…

সিট্রোয়েন একটি ফরাসি অটোমোবাইল ব্র্যান্ড। অটোমোবাইলস সিট্রোয়েন নামের এই গাড়ি উৎপাদনকারী সংস্থাটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় ফ্রান্স দেশে। আন্দ্রে সিট্রোয়েন নামের এক ব্যক্তি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। যদিও এই কোম্পানি শুরুতে শুধুমাত্র রেসের গাড়ি তৈরি করত। উন্নতমানের ইঞ্জিনের সঙ্গে শক্ত বডি সহ গাড়ি লঞ্চ করে প্রথম ইউরোপীয় বাজারে জনপ্রিয়তা লাভ করে এই কোম্পানি। তবে রেসের ময়দানে এই গাড়ির দাপাদাপি দেখে ক্রেতারা এই নির্মাতা সংস্থার প্রতি আকৃষ্ট হয়। তারপর ক্রেতা মহলে বিপুল চাহিদা লক্ষ্য করেই যাত্রীবাহী গাড়ি লঞ্চ করে এই কোম্পানি। তারপর থেকেই ইউরোপের পাশাপাশি আমেরিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ফরাসি অটোমোবাইল ব্র্যান্ড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু এই কোম্পানির ইতিহাস নিয়ে এত আলোচনা কেন? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনি ভাবছেন! তাহলে আপনাকে জানিয়ে রাখি যে এই ঐতিহাসিক ইউরোপীয় ব্র্যান্ড এবার ভারতের বাজারে পা রাখতে চলেছে। অর্থাৎ, বর্তমানে ভারতের বাজারে যেসব গাড়ি নির্মাতা কোম্পানি রাজ করছে, তাদের জোর টক্কর দেবে এই ফরাসি ব্র্যান্ড। একথা বলাই যায় যে, মারুতি সুজুকি, মাহিন্দ্রা, টাটা, হুন্ডাই ইত্যাদি কোম্পানির জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়তে চলেছে। তার পিছনে অন্যতম কারণ হল এই কোম্পানির আসন্ন ধোনি এডিশনের গাড়িটি। এই সম্পর্কে এবার জেনে নিন বিস্তারিত।

স্পেশ্যাল এডিশন গাড়ি লঞ্চ করছে ফ্রেঞ্চ কোম্পানি, কবে থেকে কিনতে পারবেন ক্রেতারা? জেনে নিন

ভারতে লঞ্চ হচ্ছে Citroen Aircross Dhoni Edition

সম্প্রতি, ভারতের বাজারে পা রেখেছে ফরাসি কোম্পানি Citroen। এই কোম্পানির একটি স্পেশ্যাল এডিশন গাড়ির বিজ্ঞাপন ইতিমধ্যে ক্রেতা মহলে বেশ সাড়া ফেলেছে। আর সেটি হল ধোনি এডিশন। উল্লেখ্য, ভারতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই ফরাসি কোম্পানি নিযুক্ত করেছে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে। আর তাকে সম্মান জানিয়ে এবার এই কোম্পানি Citroen C3 Aircross Dhoni Edition গাড়িটি লঞ্চ করছে। জানা যাচ্ছে, এই গাড়ির প্রতিটি অংশে যেমন ধোনির নানা ছোঁয়া থাকবে, তেমনই আবার গাড়িটিতে মাহি’র প্রিয় বিভিন্ন এক্সেসরিজ থাকবে।

স্পেশ্যাল এডিশন গাড়ি লঞ্চ করছে ফ্রেঞ্চ কোম্পানি, কবে থেকে কিনতে পারবেন ক্রেতারা? জেনে নিন

Citroen C3 Aircross Dhoni Edition গাড়ির স্পেসিফিকেশন

এই গাড়ি দুটি মূলত পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বাজারে আসছে। দুটি গাড়িতেই ১.২ লিটার টার্বো পেট্রোল এবং ১.২ লিটার সাধারণ পেট্রোল ইঞ্জিন বিকল্পে উপলব্ধ হতে চলেছে। তবে এই দুটি মডেলে বাদবাকি ফিচার্স মোটামুটি একই থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচার্স হল- ১০.২ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORVM, ম্যানুয়াল এয়ার কন্ডিশন, ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ, ইবিডি সহ এবিএস, ইএসপি, হিল হোল্ড অ্যাসিস্ট, টিপিএমএস, রিয়ার ভিউ ক্যামেরা ইত্যাদি। গাড়ি দুটির দাম বা লঞ্চের তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...