ভারতের মতো উন্নয়নশীল দেশে আজকাল চার-চাকা গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে। কয়েকদশক আগে পর্যন্ত নিজস্ব গাড়ি কেনা ছিল বিলাসিতার একটি বিষয়। কেবলমাত্র উচ্চবিত্ত মানুষজনই নিজস্ব গাড়ি কিনে তাতে যাতায়াত করতেন। কিন্তু বর্তমানে এই গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে সাধারণ মধ্যবিত্তদের মধ্যেও। তাই এখন তুলনামূলক কম দামে ভালো ফিচার্স সমৃদ্ধ গাড়ি লঞ্চের দিকে তাকিয়ে থাকে কমবেশি সকলেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি, টাটা, হুন্ডাই, মাহিন্দ্রা সহ একাধিক ব্র্যান্ড। হ্যাচব্যাক থেকে শুরু করে সেডান, এমনকি এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানিগুলি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। তবে এগুলি ছাড়াও আরো একটি ভিনদেশি কোম্পানি দুর্দান্ত একটি গাড়ি লঞ্চ করতে চলেছে। আর যারা ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভক্ত, তাদের জন্য এই গাড়িটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। তা কেন? সেটি এবার জেনে নিন।
Citroen C3 ও C3 Aircross Dhoni Edition গাড়ি লঞ্চ হচ্ছে বাজারে
সম্প্রতি, ভারতের বাজারে পা রেখেছে ফরাসি কোম্পানি Citroen। এই কোম্পানির বেশ কিছু গাড়ির বিজ্ঞাপন ইতিমধ্যে ক্রেতা মহলে বেশ সাড়া ফেলেছে। আর ভারতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই ফরাসি কোম্পানি নিযুক্ত করেছে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে। আর তাকে সম্মান জানিয়ে এবার এই কোম্পানি Citroen C3 Aircross Dhoni Edition গাড়িটি লঞ্চ করছে। জানা যাচ্ছে, এই গাড়ির প্রতিটি অনাহে যেমন ধোনির নানা ছোঁয়া থাকবে, তেমনই আবার গাড়িটিতে মাহি’র প্রিয় বিভিন্ন এক্সেসরিজ থাকবে।
Citroen C3 ও C3 Aircross Dhoni Edition গাড়ির স্পেসিফিকেশন
এই গাড়ি দুটি মূলত পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বাজারে আসছে। দুটি গাড়িতেই ১.২ লিটার টার্বো পেট্রোল এবং ১.২ লিটার সাধারণ পেট্রোল ইঞ্জিন বিকল্পে উপলব্ধ হতে চলেছে। তবে এই দুটি মডেলে বাদবাকি ফিচার্স মোটামুটি একই থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচার্স হল- ১০.২ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORVM, ম্যানুয়াল এয়ার কন্ডিশন, ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ, ইবিডি সহ এবিএস, ইএসপি, হিল হোল্ড অ্যাসিস্ট, টিপিএমএস, রিয়ার ভিউ ক্যামেরা ইত্যাদি। গাড়ি দুটির দাম বা লঞ্চের তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।