Hero Splendor : পরিবহন হল মানুষের জীবনের এক অপরিহার্য কাজ। আর সেই পরিবহনের জন্য এখন দু’চাকার বাইক মানুষের জীবনে এক অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। বাইকের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাস্তায় কিন্তু বাইকের চলাচল কমেনি মোটেও। কেউ যেমন বড় চাকার বাইক চালাতে স্বচ্ছন্দ, তেমনই আবার কেউ ছোট চাকার স্কুটি চালাতে পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে তো স্কুটারের বিকল্প নেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু ভারতের বাজারে বছরের পর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাইকের দামও। আজ থেকে কয়েকবছর আগে অব্দি পঞ্চাশ হাজার দামে বাইক পাওয়া গেলেও আজ প্রায় সমস্ত বাইকের দাম ছুঁয়েছে এক লক্ষের গন্ডি। তবে বিগত সময়ে Hero Splendor বাইকটি ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। আর এবার এই বাইকের একটি আপডেটেড মডেল বাজারে এনচও হিরো মোটোক্রপ। দুর্দান্ত মাইলেজের সঙ্গে আকর্ষণীয় ফিচার্স সমৃদ্ধ Hero Splendor XTEC 2.0 বাইকের দাম কিন্তু রাখা হয়েছে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই। একনজরে দেখে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য।
Hero Splendor XTEC 2.0 বাইকের ইঞ্জিন ও আউটলুক
কোম্পানির দাবি অনুযায়ী, এই বাইকে রয়েছে একটি ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭.০৯ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি এই ইঞ্জিনটি একটি ৪-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। তাই কাগজেকলমে এই বাইক ৬০ কিলোমিটারের দুর্দান্ত মাইলেজ দেয়। এই বাইকের আউটলুকও আগের মডেলগুলির থেকে আধুনিক ও স্টাইলিশ হতে চলেছে। আপাতত এই বাইকটির তিনটি রংয়ের অপশনে পাওয়া যাবে। গ্লস রেড, গ্লস ব্ল্যাক এবং ম্যাট গ্রে এই ৩ টি কালারের অপশনে পাওয়া যাবে এই বাইক।
Hero Splendor XTEC 2.0 বাইকের ফিচার্স ও দাম
আকর্ষণীয় ও অত্যাধুনিক সব ফিচার্স রয়েছে এই বাইকে। এই বাইকে মিলবে এক্সটেক এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলের মতোও ফিচার পেয়েছে। এছাড়াও বাইকটিতে রয়েছে ইনকামিং ও মিসড কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, সার্ভিস রিমাইন্ডার, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর এবং ইউএসবি চার্জিং পোর্ট। বহুল ফিচার্স সমৃদ্ধ হলেও এই বাইকের দাম কিন্তু রয়েছে মধ্যবিত্তদের নাগালের মধ্যেই। এই বাইকের এক্স-শোরুম মূল্য ৮২,৯১১ টাকা।