Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

recurring-deposit : ১০ বছরে ১৭ লাখ টাকার রিটার্ন দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম, বিনিয়োগ করতে হবে শুধুমাত্র ৩৩৩ টাকা

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

recurring-deposit : নিজের রোজগারের টাকা সঞ্চয় করতে কেই না চায়। আর তার সাথে যদি পাওয়া যায় জীবনবিমা, সঙ্গে ভালো হারে রিটার্ণের অঙ্ক, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু বর্তমানে আর্থিক বিনিয়োগের…

recurring-deposit : নিজের রোজগারের টাকা সঞ্চয় করতে কেই না চায়। আর তার সাথে যদি পাওয়া যায় জীবনবিমা, সঙ্গে ভালো হারে রিটার্ণের অঙ্ক, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু বর্তমানে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য সংস্থার উপর তেমন ভরসা করেন না নাগরিকরা। কারণ অবশ্য একটাই, ভুঁইফোড় সব চিটফান্ড। তবে এবার সেসব ঝুঁকি ছাড়াই ভারতীয় ডাকবিভাগ নিয়ে এল আকর্ষণীয় একটি সঞ্চয় ও বিনিয়োগের ব্যবস্থা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই স্কীমে আপনি আপনার ইচ্ছে ও সামর্থমতো টাকা জমা করতে পারবেন। আর তার জন্য আপনাকে যে সুদ দেওয়া হবে, সেই পরিমান সুদ হয়তো আপনাকে কোনো ব্যাঙ্ক দেবে না। তবে নিয়মিত যাওয়া জমা দেওয়া এই ব্যবস্থার একটি বিশেষ দিক। তাই একনজরে দেখে নিন টাকা জমানো ও ভালো রিটার্ন পাওয়ার এই দারুন ব্যাবস্থাটির বিস্তারিত।

Post Office Recurring Deposit Scheme

recurring-deposit : ১০ বছরে ১৭ লাখ টাকার রিটার্ন দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম, বিনিয়োগ করতে হবে শুধুমাত্র ৩৩৩ টাকা

ভারতীয় ডাকবিভাগের আকর্ষণীয় এই ব্যবস্থাটি হল রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এই প্রকল্পের সাহায্যে আপনি একটি নিরাপদ বিনিয়োগ করতে পারবেন এবং ম্যাচিউরিটির সময় প্রচুর লাভ করতে পারবেন। আপনি আপনার বাড়ীর সামনের যে কোন পোস্ট অফিস থেকে এই প্রকল্প গ্রহণ করতে পারেন।

কারা এই ধরণের অ্যাকাউন্ট খুলতে পারবেন?

● ভারতের যেকোনো স্থায়ী নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
● নিজের স্বামী অথবা স্ত্রীর সাথে যৌথ একাউন্টও খোলা যায় এখানে।
● যদি কেউ নাবালক হন তাহলে তার অভিভাবকের পক্ষ থেকে একাউন্ট খোলা যেতে পারে।
● যদি নাবালকের বয়স ১০ বছরের বেশি হয় তাহলে সে তার নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারে।

recurring-deposit : ১০ বছরে ১৭ লাখ টাকার রিটার্ন দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম, বিনিয়োগ করতে হবে শুধুমাত্র ৩৩৩ টাকা

এই স্কিমের শর্তাবলী ও সুযোগ সুবিধা

● এটি মূলত একটি স্বল্পমেয়াদি বিনিয়োগ। একজন বিনিয়োগকারী এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট একাউন্ট ৫ বছরের জন্য খুলতে পারেন। তবে এর থেকে কম সময় অর্থাৎ একেবারে অল্প সময়ের জন্য কিন্তু এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না।
● এই অ্যাকাউন্টে মাসে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়।
● এই প্রকল্পে প্রতি মাসে বিনিয়োগের পরিমাণের বিশেষ কোন সীমা নেই। আপনি যত ইচ্ছা টাকা বিনিয়োগ করতে পারেন।
● কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে প্রতিমাসে কিন্তু পেমেন্ট করতে হবে। যদি আপনি সেই টাকা পেমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে।

রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে যেভাবে রিটার্ন পাবসন

প্রতি তিন মাস অন্তর জমা করা টাকার উপর সুদ দেয় এই বিশেষ ব্যবস্থা। তিন মাসের শেষে আপনার একাউন্টে চক্রবৃদ্ধি হারে সুদ জমা করা হবে পোস্ট অফিসের তরফ থেকে। এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট প্রকল্পে আপনি ৬.৭ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যদি আপনি প্রতিদিন ৩৩৩ টাকা করে এই অ্যাকাউন্টে জমা করেন তাহলে সেই হিসেবে দেখতে গেলে প্রতি মাসে আপনি বিনিয়োগ করছেন ১০,০০০ টাকা। সেই নিরিখে যদি ৬.৭ শতাংশ করে আপনি বার্ষিক সুদ পান তাহলে ৫ বছর পর আপনি ৭,১৩,৬৫৯ টাকা পেয়ে যাবেন। এটিকে আরো ৫ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলে ১০ বছর পর রিটার্ন হিসেবে পাবেন ১৭,০৮,৫৪৬ টাকা।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...