দেখতে দেখতে হাজির নতুন আরেকটি মাস। জুন শেষে জুলাই মাস শুরু হল। আর এই নতুন মাসে রোজকার জীবনে ব্যবহৃত একটি সামগ্রী নিয়ে এল এক বড় আপডেট। এবার জুলাইয়ের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম কমে গেল। এবার কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমলো গোটা দেশে। তবে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম একই রয়েছে দেশজুড়ে। উল্লেখ্য, প্রতি মাসের শুরুতেই এলপিজি গ্যাসের দামের বৃদ্ধি ও হ্রাস ঘোষণা করা হয়। জুলাই মাসেও তেমনটা হল ১ লা জুলাই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরান্নার গ্যাসের দাম সবার আগে দাম ঠিক করে তেল কোম্পানি। তার পরেই কেন্দ্রীয় সরকার তার ফাইনাল দাম নির্ধারণ করে। কিন্তু যখন রাজ্য সরকারের কথা আসে, তখন কিছু রাজ্য সরকার তার উপর আরো কর আরোপ করে। এর ফলেই রাজ্যে রাজ্যে এর দাম আলাদা আলাদা হয়ে থাকে। কিছু রাজ্য সরকার রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর কম কর আরোপ করে। তবে রাজ্য অনুযায়ী রান্নার গ্যাসের দাম ভিন্ন হলেও যখন দাম বৃদ্ধি বা হ্রাস পায়, তখন সব রাজ্যেই সমপরিমাণ দাম কমে বা বাড়ে। তাই জুলাই মাসের শুরুতে দেশজুড়ে একই হারে সস্তা হয়েছে রান্নার গ্যাস।
সিলিন্ডার প্রতি ৩১ টাকা কমলো রান্নার গ্যাসের দাম
জুলাই মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারের উপর পর্যালোচনা করে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে তৈল ও গ্যাস বিপননি সংস্থাগুলি। জুন মাসে ১৯ কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৭৮৭ টাকা। কিন্তু এখন দাম কমে কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাবে ১৭৫৬ টাকায়। এই মাসে সিলিন্ডার প্রতি ৩১ টাকা করে কমেছে কমার্শিয়াল গ্যাসের দাম। এর ফলে হোটেল বা রেস্তোরাঁ ব্যবসায়ীরা উপকৃত হবেন। একইভাবে যারা খাবার ব্যবসা করেন, তারাও এই দাম কমার ফলে কিছুটা স্বস্তি ফিরে পাবেন।
অপরিবর্তিত থাকছে ডোমেস্টিক সিলিন্ডারের দাম
বাণিজ্যিক কাজে ব্যবহৃত ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম একই থাকছে এই মাসেও। আগের মতোই ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার কিনতে গেলে দাম দিতে হবে ৮২৯ টাকা। উল্লেখ্য, সরকার এর আগে ভর্তুকি দিত বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের ক্ষেত্রে। কিন্তু পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। একইভাবে এখনও কিছু রাজ্য সরকার ভর্তুকি দেওয়ার টাকা আবার শুরু করেছে। এদিকে কেন্দ্র উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি গ্যাস সংযোগে এখনো ভর্তুকি দিচ্ছে নাগরিকদের।