Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোট মিটতেই বড় ঘোষণা রাজ্যের, কেন্দ্রের সমান DA পাবেন রাজ্যের কর্মীরাও, জেনে নিন আপডেট খবর

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

দেশের কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের অধীনস্থ একাধিক সেক্টরে লক্ষাধিক কর্মী নিযুক্ত আছেন। আর সরকার সেক্টর অনুযায়ী বেতনের পাশাপাশি আরো একাধিক ভাতা প্রদান করে থাকে কর্মীদের। আর সেইসব ভাতার মধ্যে…

দেশের কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের অধীনস্থ একাধিক সেক্টরে লক্ষাধিক কর্মী নিযুক্ত আছেন। আর সরকার সেক্টর অনুযায়ী বেতনের পাশাপাশি আরো একাধিক ভাতা প্রদান করে থাকে কর্মীদের। আর সেইসব ভাতার মধ্যে উল্লেখযোগ্য হল মহার্ঘভাতা বা DA। কেন্দ্রের বেতন কমিশন অনুযায়ী এই ভাতা পরিবর্তিত হয়। আর কেন্দ্রের দেখানো এই পথেই দেশের সমস্ত রাজ্যও হাঁটে। অর্থাৎ কেন্দ্র সরকারের মতোই একইভাবে রাজ্য সরকারি কর্মীদের DA পরিবর্তন করে দেশের রাজ্যগুলি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসন্ন কয়েকমাসের মধ্যেই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসবে এক বড়সড় সুখবর, তা মোটামুটি নিশ্চিত। এদিকে কেন্দ্রের মতোই অন্যান্য রাজ্যের সরকারগুলি কর্মীদের মহার্ঘভাতা প্রদান করে থাকে। সম্প্রতি, মধ্যপ্রদেশ, ওড়িশা, কর্ণাটক, ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যার ফলে খুশির জোয়ার এসেছে সেইসব রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। তবে ভোটের পর সরকারি কর্মীদের খুশি করার তালিকায় নাম জুড়ে নিয়েছে আরো একটি রাজ্যের সরকার।

ভোট মিটতেই বড় ঘোষণা রাজ্যের, কেন্দ্রের সমান DA পাবেন রাজ্যের কর্মীরাও, জেনে নিন আপডেট খবর

এই রাজ্যের কর্মীরা এবার বর্ধিত হারে DA পাবেন

এবার বর্ধিত মহার্ঘভাতার সুবিধা পাবেন ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মীরা। তবে সবার জন্য এই ভাতা বৃদ্ধি হল না। কেবলমাত্র নির্দিষ্ট কিছু কর্মীদের জন্য এই DA বৃদ্ধির ঘোষণা করেছে ছত্তিশগড়ের রাজ্য সরকার। তারা এতদিন ৪৬ শতাংশ হারে মহার্ঘভাতা পেতেন। তবে এনার তাদের জন্য আরো ৪ শতাংশ DA বাড়লো। ফলের এবার ৫০ শতাংশ হারে, অর্থাৎ কেন্দ্রের সমান DA পাবেন কর্মীরা। জানা গেছে, অল ইন্ডিয়া সার্ভিসের অন্তর্ভুক্ত সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ানো হচ্ছে। অর্থাৎ, ছত্তিশগড়ের আইএএস এবং আইপিএস অফিসাররা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারে DA পাবেন।

ভোট মিটতেই বড় ঘোষণা রাজ্যের, কেন্দ্রের সমান DA পাবেন রাজ্যের কর্মীরাও, জেনে নিন আপডেট খবর

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরাও বর্ধিত DA পাচ্ছেন

মাসখানেক আগে রাজ্য বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মীদের একটি বড় উপহার দেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি রাজ্য সরকারি কর্মীদের DA আরো ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেন। সেই মোতাবেক, রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই বর্ধিত DA পাচ্ছেন। অর্থাৎ, আর ১০ শতাংশ নয়, ১৪ শতাংশ হারে DA পাচ্ছেন রাজ্যের কর্মীরা। মে মাস থেকেই কার্যকর হয়েছে এই বর্ধিত ভাতা। যদিও তাতে কেন্দ্র ও রাজ্যের DA পার্থক্য তেমনভাবে কমেনি।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...