বর্তমান সময়ে টাকা লেনদেনের বিষয়টি কমবেশি সকলের কাছেই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আর এই টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি একটি বিষয় সকলের কাছেই।বলা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন সকলেরই পড়ে। সে রোজগারের টাকা সুরক্ষিতভাবে রাখা হোক বা অনলাইনে টাকা লেনদেন কিংবা দূরের কাউকে টাকা ট্রান্সফার করা- এই সমস্ত কাজের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা ভীষণ জরুরি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর ভারতে এখন জনগণের বিভিন্ন সুবিধার জন্য একটি দারুন প্রকল্প চালু রয়েছে। মোদি সরকারের সব রকমের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী জন-ধন যোজনা। ২০১৮ সালের স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় এই প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সেই বছরের ২৮ আগস্ট শুরু হয় এই যোজনা। এই প্রকল্পের অধীনে, ৬ জানুয়ারী, ২০২১ এর মধ্যে, জন ধন অ্যাকাউন্টের মোট সংখ্যা বেড়ে হয় ৪১.৬ কোটি। অর্থাৎ, দেশের বিপুল পরিমাণ মানুষের থেকে সাড়া মিলেছে এই প্রকল্পের মাধ্যমে। তাই এই সরকারি যোজনাকে জনহিতকর বলাই যায়।
প্রধানমন্ত্রী জন-ধন যোজনার সুযোগ সুবিধা
কেন্দ্রীয় সরকারের এই ‘জন-ধন যোজনা’র মাধ্যমে নানা সুবিধা পেয়ে থাকেন নাগরিকরা। কারণ এই ধরণের অ্যাকাউন্ট খোলা যায় জিরো ব্যালেন্সেই। অর্থাৎ, আপনার হাতে এক টাকা না থাকলেও ব্যাঙ্কে গিয়ে আপনি কেন্দ্র সরকারের এই প্রকল্পের অধীনস্থ হয়ে অ্যাকাউন্ট খোলা যায়। তাই ভারতের উন্নয়নশীল দেশে এই প্রকল্পের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দিনের পর দিন। এছাড়াও, এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হল এই যে এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে ১০ বছরের বেশি বয়সী যেকোনো ভারতীয় নাগরিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এই ধরণের অ্যাকাউন্ট খুললে সঙ্গে ‘Ru-Pay’ ডেবিট কার্ড পাওয়া যায়।
জন-ধন যোজনায় মিলবে ওভার-ড্রাফটের সুবিধা
এই প্রকল্পের সুবিধা রয়েছে আরো একাধিক। এই ধরণের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে ওভার-ড্রাফটের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ, অ্যাকাউন্ট-এ টাকা না থাকলেও শুরুতে সেখান থেকে ২ হাজার টাকা তোলা যায়। এছাড়াও এই ধরণের অ্যাকাউন্ট ৬ মাসের পুরানো হলে এই ওভার-ড্রাফট লিমিট বেড়ে হয়ে যায় ১০ হাজার টাকা। পাশাপাশি, ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার পাওয়া যায় এই অ্যাকাউন্টে। এছাড়াও, ৩০ হাজার টাকার লাইফ কভার মেলে।