Earn from Facebook : বর্তমানে যেকোনো মানুষের কাছে বিশ্বের দরবারে পা রাখা এখন খুবই সহজ ব্যাপার। নিজের প্রতিভাকে মোবাইলবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেই কেল্লাফতে! ভিডিও ভাইরাল হয়ে গেলেই খুব সহজেই বিখ্যাত হওয়া যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন অনেক লুকায়িত প্রতিভা পায় প্রচারের আলো, তেমনই আবার অনেকের কাছে নিজেকে জনসমক্ষে জাহির করার একটা মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মোবাইল ইউজারদের মধ্যে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে সোশ্যাল মিডিয়া থেকে যে শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়া যায় কিংবা ভাইরাল হওয়া যায়, তেমনটাও নয়। আজকাল সোশ্যাল মিডিয়া থেকে রোজগারের উপায় রয়েছে। তার জন্য ইউটিউবার হতে হবেনা। কারণ এখন ফেসবুক থেকে ভালো মতো রোজগারের বিকল্প দেওয়া হচ্ছে। তাই আপনি এটিকে রোজগারের মূল উপায় হিসেবে বেছে নিতে পারেন। তবে ফেসবুক থেকে তস্ক রোজগার করতে হলে কয়েকটি বিষয় আপনাকে জেনে নিতে হবে আগেভাগে। সেইসব টিপস নিতে নিবন্ধটি পড়ুন শেষ পর্যন্ত।
শুরুতেই ফেসবুক প্রোফাইলে Professional Mode অন করুন
ফেসবুক পেজ থেকে রোজগার করা যায়, এটা হয়তো অনেকেই জানেন। তবে ফেসবুক প্রোফাইল থেকেও এলহন রোজগার করা সম্ভব। তার জন্য আপনাকে প্রথমেই ফেসবুক প্রোফাইলে Professional Mode অন করতে হবে। এর জন্য আপনি মোবাইল থেকে ফেসবুক এপ্লিকেশন খুলুন। এবার ডানদিকে থাকা তিনটে ডট-এ ক্লিক করুন। স্ক্রল করে নীচে নামলে Turn On Professional Mode অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলেই Professional Mode অন হয়ে যাবে। এটি করলে আপনার ফেসবুক প্রোফাইলের সব বন্ধুরা আপনার ফলোয়ার্স-এ পরিণত হবে।
কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে রোজগার করবেন?
ফেসবুক প্রোফাইলে Professional Mode অন করার পর আপনাকে কয়েকটি স্টেপ সম্পুর্ন করতে হবে, যাতে ফেসবুকের মনেটাইজেশন পলিসি সক্রিয় হবে। এর জন্য আপনাকে একইসঙ্গে ৫,০০০ ফলোয়ার্স বেস তৈরি করতে হবে। একইসঙ্গে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রোফাইল থেকে। ভিডিওতে ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম সম্পূর্ন করতে হবে। এই ওয়াচ টাইম প্রক্রিয়াটি ৬০ দিনের মধ্যে সম্পূর্ন করলেই আপনার ফেসবুক প্রোফাইলে মনেটাইজেশন পলিসি সক্রিয় হবে। এবার আপনি ভিডিও তৈরি করে টাকা রোজগার করতে পারবেন।
কিরকম ভিডিও আপলোড করলে চটজলদি রোজগার হবে?
● কপিরাইট-ফ্রি তথ্যভিত্তিক ভিডিও
● ভ্লজিং ভিডিও
● যেকোনো অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট
● যেকোনো নাচের ভিডিও
● কপিরাইট-ফ্রি গানের ভিডিও
● কোনো সাম্প্রতিক বিষয় নিয়ে পর্যালোচনা
● বিভিন্ন স্তরের মানুষদের জবয় টিপস
● সচেতনতামূলক ভিডিও