Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্যাস দুর্ঘটনা হলেই মিলবে সরকারি বিমার সুবিধা, পরিবার পিছু ৩০ লক্ষ টাকার বিমা কভারেজ

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

এখনকার দিনে রান্নার গ্যাস হল একটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আসলে আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বলতে সেসব জিনিসকে বুঝি, যেগুলি আমাদের রোজ দরকার পড়ে। অর্থাৎ, রোজকার জীবনযাপনের সঙ্গে যেসব জিনিস জড়িত, সেইসব জিনিসকে…

এখনকার দিনে রান্নার গ্যাস হল একটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আসলে আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বলতে সেসব জিনিসকে বুঝি, যেগুলি আমাদের রোজ দরকার পড়ে। অর্থাৎ, রোজকার জীবনযাপনের সঙ্গে যেসব জিনিস জড়িত, সেইসব জিনিসকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বলা হয়। আর যেহেতু, খাওয়াদাওয়া আমাদের রোজ তিনবেলা করতে হয়, তাই সেই খাবার তৈরির জ্বালানি আমাদের প্রতিদিনই দরকার পড়ে। আগেকার দিনে কাঠ, শুকনো পাতা কিংবা কয়লা ছিল জ্বালানির অন্যতম উৎস। তবে এখন শহর থেকে গ্রাম, সব এলাকার বাড়িতে বাড়িতে জ্বালানি হিসেবে পৌঁছে গিয়েছে এলপিজি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এলপিজি গ্যাস আমাদের অনেকরকম সমস্যা থেকে মুক্তি দিয়েছে। ধোঁয়া, জ্বালানির সমস্যা, রান্নাঘরের অপরিচ্ছন্নতা- এই সবই আজকাল আর নেই বললেই চলে। তবে, সব সমাধানের মাঝে একটি সময় রয়েছে রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে। আর সেই সমস্যাটি প্রাণঘাতী হয়ে ওঠে কখনো কখনো। কথা বলছি, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে দুর্ঘটনার কথা। কিছু ভুলের জন্য অপরিমেয় ক্ষতি হয়ে যায় এমন দুর্ঘটনায়। তাই এলপিজি ব্যবহারে এখনো অনেকেরই ভীতি কাজ করে।

গ্যাস দুর্ঘটনা হলেই মিলবে সরকারি বিমার সুবিধা, পরিবার পিছু ৩০ লক্ষ টাকার বিমা কভারেজ

গ্যাস দুর্ঘটনায় সরকারি বিমার সুবিধা পাবেন

গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় এবার দুর্ঘটনাগ্রস্তদের সহায়তা করবে সরকার। কারণ এবার থেকে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় যে ক্ষতি হবে, তার ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা দেবে সরকার। আর দেশজুড়ে এই সুবিধা এবার চালু হতে চলেছে। এই বিমা থাকলে কি কি সুবিধা পাওয়া যাবে জেনে নিন-

● গ্যাস দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা মহিলার মৃত্যু হলে তার পরিবার বিমা কভারেজ বাবদ ৬ লক্ষ টাকা পাবে।

● গ্যাস দুর্ঘটনায় যদি কোনো পরিবারের ক্ষতিগ্রস্ত হয় তাহলে মাথাপিছু প্রত্যেকে ২৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পাবে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্তই বিমা কভারেজ পাওয়া যাবে।

● প্রতিটি গ্যাস দুর্ঘটনার জন্য ক্ষতিগ্রস্থ পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পাবে।

গ্যাস দুর্ঘটনা হলেই মিলবে সরকারি বিমার সুবিধা, পরিবার পিছু ৩০ লক্ষ টাকার বিমা কভারেজ

কিভাবে এই বিমা করাতে হবে জেনে নিন

গ্যাস সিলিন্ডার বিমা করাতে আপনাকে বাইরে কোথাও যেতে হবেনা। এমনকি কোনো থার্ড-পার্টি কোম্পানির কাছেও যেতে হবেনা। এর জন্য আপনাকে যেতে হবে আপনার গ্যাস ডিলারের কাছে। অর্থাৎ, যেখান থেকে আপনার এলপিজি কানেকশন নেওয়া হয়েছে, সেখানে যেতে হবে। এই ঠিকানা আপনার গ্যাসের মেমো-বইতে পেয়ে যাবেন। সেখানে গিয়ে সব বিস্তারিত জেনে বিমা করাতে হবে। তাহলেই দুর্ঘটনায় এইসব বিমা কভারেজ পাওয়া যাবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...