Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পকেটে ঢুকবে দেড় গুণ টাকা, বিরাট সিদ্ধান্ত মোদি সরকারের, উপকৃত হবেন কোটি কোটি কৃষক

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারত হল একটি কৃষিপ্রধান দেশ। প্রাচীনকাল থেকেই কৃষিকাজের উপরেই আমাদের দেশের সিংহভাগ মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। তবে বর্তমান সময়ে কৃষিকাজ যেন দুঃসাধ্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারাবছর চাষাবাদ করেও…

ভারত হল একটি কৃষিপ্রধান দেশ। প্রাচীনকাল থেকেই কৃষিকাজের উপরেই আমাদের দেশের সিংহভাগ মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। তবে বর্তমান সময়ে কৃষিকাজ যেন দুঃসাধ্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারাবছর চাষাবাদ করেও লাভবান হচ্ছেন না কৃষকরা। তাই দেশের কৃষকদের জন্য কেন্দ্র ‘কিষান সম্মান নিধি’ যোজনা চালু করেছে। সম্প্রতি, এই সরকারি প্রকল্পের ১৭ তম কিস্তির টাকা কৃষকদের দিয়েছে সরকার। এর ফলে দেশের ৯ কোটির বেশি কৃষক উপকৃত হয়েছেন লোকসভা ভোটের পরেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে কৃষকদের দাবি গত কয়েকবছর ধরেই মোদি সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অদূর অতীতে আমরা একাধিক কৃষক আন্দোলনও দেখেছি। যেসব আন্দোলনের প্রধান দাবি ছিল MSP লাগু করা। MSP-র অর্থ হল Minimum Support Price বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য। আর এবার ভোট মিটতেই MSP নিয়ে বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তে এবার কৃষকদের পকেটে ঢুকবে দেড়গুন টাকা। কারণ এবার অনেক ফসলের MSP বৃদ্ধি করেছে কেন্দ্র। সেই তালিকায় কি কি ফসল রয়েছে? কত মূল্যে এসব ফসল কিনবে সরকার? তা এবার দেখে নিন।

পকেটে ঢুকবে দেড় গুণ টাকা, বিরাট সিদ্ধান্ত মোদি সরকারের, উপকৃত হবেন কোটি কোটি কৃষক

MSP প্রসঙ্গে কেন্দ্রের বড় ঘোষণা

সম্প্রতি, মোদি সরকারের নবনির্বাচিত মন্ত্রীসভার বৈঠক ছিল। এই বৈঠকে MSP-র বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই বিষয়টি বুধবার জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়েছেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রী প্রথম সিদ্ধান্ত কৃষকদের জন্যই নিয়েছেন। আজকের ক্যাবিনেট বৈঠকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষকদের কল্য়াণে। খরিফ মরশুম শুরু হচ্ছে, কেন্দ্রের তরফে ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে অনুমোদন দেওয়া হল।”

পকেটে ঢুকবে দেড় গুণ টাকা, বিরাট সিদ্ধান্ত মোদি সরকারের, উপকৃত হবেন কোটি কোটি কৃষক

কোন ফসলে কত MSP লাগু হল?

এবার ধান-সহ ১৪টি খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্র। এর ফলে কৃষকরা প্রায় ২ লক্ষ কোটি টাকা পাবেন। যা গত মরশুমের থেকে ৩৫,০০০ কোটি টাকার বেশি। যদি বিস্তারে দেখা যায়, তাহলে এটা স্পষ্ট যে সাধারণ মানের ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৫.৩৫ শতাংশ অর্থাৎ, ১১৭ টাকা বাড়িয়ে ২,৩০০ টাকা করা। এছাড়াও ‘এ’ গ্রেডের ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ২,৩২০ টাকা করা হয়েছে। ধান ছাড়াও তুলো, মিলেট, জোয়ার, বাজরা, রাগি, মুগডাল, তুর ডাল, উরাদ ডালের সহায়ক মূল্য বৃদ্ধি পেয়েছে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...