Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Govt Loan: ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা দিচ্ছে সরকার, সুদের উপর পাবেন ভর্তুকি, ১৮ বছর বয়স হলেই আবেদন করুন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বর্তমান সময়ে চাকরির বন্ধন থেকে মুক্তি পেতে চাইছেন অনেকেই। তাই আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ…

বর্তমান সময়ে চাকরির বন্ধন থেকে মুক্তি পেতে চাইছেন অনেকেই। তাই আজকালকার দিনে ভারতের নাগরিকদের মধ্যে ব্যবসা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। মূলধন অনুযায়ী সকলেই এখন ব্যবসার কথা চিন্তাভাবনা করছেন। কেউ কেউ যেমন বেশি মূলধন নিয়ে বড়সড় ব্যবসায় নামার কথা ভাবছেন, তেমনই আবার অনেকে ছোটখাটো অঙ্কের মূলধন নিয়ে বিভিন্ন ‘স্টার্ট-আপ’ করার কথা চিন্তাভাবনা করছেন। তাই অনেকের মতে আগামী প্রজন্ম হয়তো ভারতের বুকে এক অন্য স্বনির্ভর শিল্পবিপ্লব দেখতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনার মনেও হয়তো এসেছে এমন কিছু চিন্তাভাবনা। কিন্তু ব্যবসা তো আর মুখের কথা নয়। কারণ ব্যবসার কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যেকোনো ব্যবসা শুরু করার আগে প্রধান বিষয় হল তার মূলধন জোগাড়। শুধুমাত্র মূলধনের অভাবে অনেক ভালো ভালো পরিকল্পনা মাঠেই মারা যায়। অনেকেই ভালো কিছু ভেবেও ব্যবসা শুরু করতে পারেন না শুধুমাত্র টাকার অভাবে। তবে এবার থেকে ছোট উদ্যোগপতীদের এই চিন্তা থেকে মুক্তি দেওয়ার ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে সরকার। এবার থেকে মূলধন নিয়ে আর চিন্তা করতে হবেনা। কারণ এবার ব্যবসার জন্য লোন দেবে সরকার। এই লোনের বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিন।

Prime Minister’s Employment Generation Programme Loan

Govt Loan: ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা দিচ্ছে সরকার, সুদের উপর পাবেন ভর্তুকি, ১৮ বছর বয়স হলেই আবেদন করুন

সরকারি লোনের সুবিধাগুলি জেনে নিন

● ব্যবসা শুরুর জন্য ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা অবধি লোন পাবেন।
● লোন পরিশোধের সময় গ্রামাঞ্চলে ৩৫ শতাংশ ও শহরাঞ্চলে ২৫ শতাংশ ভর্তুকি দেওয়া হবে।
● ১১ শতাংশ থেকে ১২ শতাংশ সুদের হারে লোন পরিশোধের সুবিধা পাবেন।
● লোন পরিশোধ করার জন্য ৩ বছর থেকে ৭ বছর পর্যন্ত সময় পাবেন।

কারা এই সরকারি লোন পাওয়ার যোগ্যতা

● লোন গ্রহীতার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
● লোন গ্রহীতাকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
● ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা শুরু করলে তবেই লোন মিলবে।
● লোন গ্রহীতাকে কেন্দ্র বা রাজ্যের এমন কোনো ভর্তুকিযুক্ত সুবিধা পাওয়া চলবে না।

Govt Loan: ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা দিচ্ছে সরকার, সুদের উপর পাবেন ভর্তুকি, ১৮ বছর বয়স হলেই আবেদন করুন

সরকারি লোন পেতে যেসব নথি দরকার

● আধার কার্ড
● জাতিগত শংসাপত্র (কাস্ট সার্টিফিকেট)
● প্যান কার্ড
● ব্যবসার পরিকল্পনা (প্রজেক্ট রিপোর্ট)
● শিক্ষাগত যোগ্যতার মার্কশিট/সার্টিফিকেট
● রুলার এরিয়া সার্টিফিকেট
● ব্যাঙ্কের পাশবই

এই লোনের জন্য আবেদন করার পদ্ধতি

প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম লোনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য প্রথমেই www.kviconline.gov.in বা www.my.msme.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোম-পেজে Prime Minister Employment Generation Programme’ বা PMEGP e Portal অপশনে ক্লিক করলে যে পেজ খুলবে, সেখানে Application Form for Individual অপশন খুঁজে নিয়ে সেখানে ক্লিক করলেই ভার্চুয়াল আবেদনপত্র পাওয়া যাবে। এবার সেটিকে নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এবার সাবমিট করতে হবে। এটি করলেই আপনার মোবাইল নম্বরে Application Id এবং Password চলে আসবে, যা দিয়ে পরে লোনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...