Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pyari behena scheme : প্রতি মাসে ১,৫০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, রাজ্যে চালু হল নতুন প্রকল্প, কারা সুবিধা পাবেন?

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Pyari behena scheme : ভারত বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। ভারতে এখনো তেমনভাবে সাবলীল নন মহিলারা। এখনো অনেক রাজ্যের অনেক প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলোটুকু পৌঁছায়নি মহিলাদের মধ্যে। আর দেশের বেশিরভাগ মহিলা…

Pyari behena scheme : ভারত বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। ভারতে এখনো তেমনভাবে সাবলীল নন মহিলারা। এখনো অনেক রাজ্যের অনেক প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলোটুকু পৌঁছায়নি মহিলাদের মধ্যে। আর দেশের বেশিরভাগ মহিলা এখনো আর্থিকভাবে তেমন স্বাধীন বা স্বচ্ছল নয়। আর্থিক বিষয়ে পরিবারের থেকে সহায়তা নেওয়ার রীতি এখনো রয়ে গেছে। আর এইসব কারণে ভারত সরকার মহিলাদের সুবিধার্থে নানা প্রকল্প ও স্কিম চালু করে থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে ২০২১ সালে পশ্চিমবঙ্গে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পটি চালু করেছিল তৃণমূল সরকার। রোজগারহীন দুঃস্থ মহিলাদের হাতে এই প্রকল্পের মাধ্যমে টাকা তুলে দেওয়া হয়। করোনাকালীন সময়ে এই অৰ্থিক সহায়তা মহিলাদের ব্যাপক উপকৃত করেছে। এককথায় রাজ্যের সব স্তরের মহিলারা রাজ্য সরকারের এই প্রকল্পে রীতিমতো খুশি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে অসংরক্ষিত শ্রেণীর মহিলারা এই প্রকল্পের আওতায় মাসে ১,০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা মাসে ১,২০০ টাকা পেয়ে থাকেন। তবে এবার দেশে এমন একটি প্রকল্প চালু হচ্ছে, যার মাধ্যমে মহিলারা মাসে ১,৫০০ টাকা পেয়ে যাবেন।

Pyari behena scheme : প্রতি মাসে ১,৫০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, রাজ্যে চালু হল নতুন প্রকল্প, কারা সুবিধা পাবেন?

কোন প্রকল্পে মাসে ১,৫০০ টাকা পাবেন মহিলারা?

এখন দেশের সব রাজ্য সরকারগুলি বিভিন্ন প্রকল্প ও সুযোগসুবিধার মাধ্যমে একে অপরকে টেক্কা দিচ্ছেন। আবার যেখানে কেন্দ্র ও রাজ্যের মতাদর্শের অমিল রয়েছে, সেইসব রাজ্যে নিত্যনতুন প্রকল্প লঞ্চের মাধ্যমে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে মহিলাদের উন্নয়ন এখন সবার আগে করা হচ্ছে। আর সেই কারণেই ‘পেয়ারি বেহেন’ নামের একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাসে ১,৫০০ টাকা পাবেন মহিলারা। এক বছরে ৩ টি কিস্তিতে মোট ৪,৫০০ টাকা দেওয়া হবে সেইসব মহিলাদের, যাদের বয়স ১৮ বছরের বেশি।

Pyari behena scheme : প্রতি মাসে ১,৫০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, রাজ্যে চালু হল নতুন প্রকল্প, কারা সুবিধা পাবেন?

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

‘পেয়ারি বেহেন’ নামের এই প্রকল্পটি মূলত চালু হয়েছে উত্তর ভারতের একটি রাজ্যে। হিমাচলপ্রদেশের সুখবিন্দর সিং সুখু সরকার এই প্রকল্প চালু করেছেন এই রাজ্যে। অর্থাৎ, যেসব মহিলারা হিমাচলপ্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দা, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই বিশেষ প্রকল্পের টাকা পাওয়ার জন্য মহিলার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে ভারতের অন্যান্য রাজ্য কিংবা পশ্চিমবঙ্গের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...