Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI-এ ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট করলে কত বছরে কত টাকা রিটার্ন পাবেন? জেনে নিন আসল হিসাব

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

অসময়ের জন্য অর্থ সঞ্চয় সকলের কাছে অপরিহার্য একটি কাজ। আর বড় অঙ্কের অর্থকে সুরক্ষিভাবে বিনিয়োগ করার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা…

অসময়ের জন্য অর্থ সঞ্চয় সকলের কাছে অপরিহার্য একটি কাজ। আর বড় অঙ্কের অর্থকে সুরক্ষিভাবে বিনিয়োগ করার উদ্দেশ্যেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন অনেকেই। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে একদিকে টাকা যেমন সুরক্ষিত থাকে, তেমনই একটি নির্দিষ্ট সময়সীমা অবধি সেই টাকা রাখলেই ভালো সুদ পাওয়া যায়। যে কারণে সময়কাল শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন মেলে বেশ ভালো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে নানা ব্যাঙ্ক বা সংস্থায় ফিক্সড ডিপোজিট করা গেলেও State Bank of India-তে এই ধরণের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বেশি জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম, পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের দীর্ঘমেয়াদি এই ধরণের বিনিয়োগে ভালো হারে রিটার্ন পাওয়া যায়। তাই অনেকেরই এমন দীর্ঘমেয়াদি এবং সুরক্ষিত রিটার্নের একমাত্র ঠিকানা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

SBI-এ ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট করলে কত বছরে কত টাকা রিটার্ন পাবেন? জেনে নিন আসল হিসাব

SBI-এর ফিক্সড ডিপোজিটে কত হারে সুদ পাওয়া যাচ্ছে?

কযেকোনো ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার আগে সেটির বিভিন্ন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। এক্ষেত্রে সুদের হার জেনে রাখা সবথেকে জরুরি। সুদের হারের দিক থেকে স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের বিরাট সুবিধা প্রদান করে থাকে। স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে সর্বোচ্চ ৭.৫০ সুদ পাওয়া যায়। তবে এই হারে সুদ শুধুমাত্র সিনিয়র সিটিজেনরা পেয়ে থাকেন। এই ধরণের দীর্ঘমেয়াদী বিনিয়োগে সিনিয়র সিটিজেনরা সবসময়ই ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন। ১০ বছরের বিনিয়োগে যেখানে সাধারণ নাগরিকরা ৩ শতাংশ থেকে ৭ শতাংশ অবধি সুদ পেয়ে থাকেন। সেখানে এই একই স্কিমে সিনিয়র সিটিজেনরা ৭.৫০ শতাংশ সুদ পেয়ে থাকেন।

SBI-এ ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট করলে কত বছরে কত টাকা রিটার্ন পাবেন? জেনে নিন আসল হিসাব

SBI-তে ৫০,০০০ টাকার ফিক্সড ডিপোজিট করলে কত রিটার্ন পাওয়া যাবে?

● সাধারণ নাগরিকদের ক্ষেত্রে রিটার্ন: স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ নাগরিকরা ৫০,০০০ টাকা বিনিয়োগ করলে ৬ মাসের মেয়াদে রিটার্ন পাবেন ৫০,৮৭৫ টাকা, ১ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ৫৩,৪৮৮ টাকা, ২ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ৫৮,০১১ টাকা, ৩ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ৬১,১২০ টাকা, ৫ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ৬৯,০২১ টাকা, ১০ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ১,০১,০৬৮ টাকা।

● সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে রিটার্ন: স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমে সিনিয়র ৫০,০০০ টাকা বিনিয়োগ করলে ৬ মাসের মেয়াদে রিটার্ন পাবেন ৫১,০০০ টাকা, ১ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ৫৩,৭৫১ টাকা, ২ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ৫৩,৮৫৭ টাকা, ৩ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ৬২,০২৭ টাকা, ৫ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ৮২,৪৯৭ টাকা, ১০ বছরের মেয়াদে রিটার্ন পাবেন ১,০৬,১৫৪ টাকা।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...