ভারতের নাগরিকরা অনেক ধরণের অ্যাকাউন্ট খুলে থাকেন ব্যাঙ্কে। যার মধ্যে সর্বাধিক জনপ্রিয় অ্যাকাউন্ট হল- সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট ও কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। এই দুই অ্যাকাউন্টের ব্যবহার কিন্তু আলাদা আলাদা। যারা নিয়মিত কিছু টাকা ব্যাঙ্কে সুরক্ষিতভাবে ফেলে রাখতে চান ভবিষ্যতের জন্য এবং দরকারের সময় সেই টাকা তুলে নিতে চান, তারা সাধারণত সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন। এই অ্যাকাউন্টে টাকার বিনিময়ে ব্যাঙ্ক গ্রাহককে সুদও দিয়ে থাকে। ফলে আমজনতার জন্য এটি একটি জনপ্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে সাধারণত সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদ খুব বেশি হয়না। সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যেমন অনেকেই স্টেট ব্যাঙ্ককে প্রথমে এগিয়ে রাখেন। তবে স্টেট ব্যাঙ্কে সাধারণভাবে সেভিংস অ্যাকাউন্টে খুব কমই সুদ পাওয়া যায়। আবার অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও সুদের হার সেরকম নয়। কিন্তু দেশে এমন কিছু ব্যাঙ্ক রয়েছে, যেখানে সেভিংস অ্যাকাউন্টেও ভালো হারে সুদ পাওয়া যায়। একনজরে দেখে নিন এমন কয়েকটি ব্যাঙ্ক ও তাদের সুদের হার সম্পর্কে।
Freosave ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ সুদ
Freosave ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ সুদ অফার করে। বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে এই ব্যাঙ্ক ৭ শতাংশ অবধি সুদ দিচ্ছে। তবে এক্ষেত্রে মূলধন অনুপাতে সুদের হার হেরফের হতে পারে। যেমন ১ লক্ষ টাকার ওপর মূলধন হলে ৩.৫০ শতাংশ, ৫ লক্ষ টাকা অবধি মূলধন হলে ৫.২৫ শতাংশ এবং ৫ লক্ষ টাকার ওপর মূলধন হলে ৭ শতাংশ সুদ হবে।
Ujjivan Small Finance Bank-এ ভালো সুদ পাবেন
সেভিংস অ্যাকাউন্টের সুদের ব্যাপারে উজ্জ্বীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দারুন সুবিধা দেয় গ্রাহকদের। এক্ষেত্রে সর্বোচ্চ ৭.৫০ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। তবে মূলধন অনুযায়ী সুদের হার কমবেশি হয়। অ্যাকাউন্টের ব্যালেন্স ১ লক্ষ টাকার ওপর হলে ৩.৫০ শতাংশ, ৫ লক্ষ টাকা অবধি হলে ৫ শতাংশ, ৫ লক্ষ টাকার ওপর হলে ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে।
বেশি মূলধনে সর্বোচ্চ সুদ দিচ্ছে Bandhan Bank
সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ ৮.৫০ শতাংশ সুদ দেয় বন্ধন ব্যাঙ্ক। তবে অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর নির্ভর করবে সুদের হার। বন্ধন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা অবধি থাকলে ৩.০০ শতাংশ, ১০ লক্ষ টাকা অবধি থাকলে ৬.০০ শতাংশ, ২ কোটি টাকা অবধি থাকলে ৭.০০ শতাংশ, ১০ কোটি টাকা অবধি থাকলে ৬.২৫ শতাংশ, ৫০ কোটি টাকা অবধি থাকলে ৬.৫০ শতাংশ, ১০০ কোটি টাকা অবধি থাকলে ৮.০০ শতাংশ, ২৫০ কোটি টাকা অবধি ৮.০০ শতাংশ এবং ২৫০ কোটি টাকার বেশি থাকলে ৮.৫ শতাংশ সুদ পাওয়া যায়।