Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ABC Card : কলেজে ভর্তির আগে সব ছাত্রছাত্রীদের করাতে হবে এই কার্ড, কিভাবে করাবেন জেনে নিন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ABC Card : ছাত্রছাত্রীরা হল দেশের ভবিষ্যৎ। দেশের শিল্প থেকে প্রযুক্তি, বিজ্ঞান থেকে গবেষণা, সবকিছুর আগামীর পথ তৈরি হয় পড়ুয়াদের মাধ্যমেই। তবুও এখনো আমাদের দেশের অনেক জায়গাতেই শিক্ষার আলোটুকু পৌঁছায়…

ABC Card : ছাত্রছাত্রীরা হল দেশের ভবিষ্যৎ। দেশের শিল্প থেকে প্রযুক্তি, বিজ্ঞান থেকে গবেষণা, সবকিছুর আগামীর পথ তৈরি হয় পড়ুয়াদের মাধ্যমেই। তবুও এখনো আমাদের দেশের অনেক জায়গাতেই শিক্ষার আলোটুকু পৌঁছায় নি। কোথাও আবার শিক্ষার আলো পৌঁছালেও প্রবেশ করেনি উন্নত প্রযুক্তি ও পদ্ধতি। আর সেই কারণে রাজ্যের এমন সব এলাকাতেও শিক্ষার সবটুকু সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। পড়ুয়াদের জন্য চালু হয়েছে অনেক লাভজনক স্কিম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন মাধ্যনিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেই কারণে এবার উচ্চ শ্রেণীতে কিংবা কলেজে ভর্তির জন্য পড়ুয়ারা আবেদন করতে শুরু করবেন। আর এই সময়ে পড়ুয়াদের জন্য রয়েছে একটি বড় আপডেট। করুন এবার পড়ুয়াদের ABC কার্ড করাতে হবে বলে জানা গেছে। স্কুলে এবং কলেজে প্রতিটি পড়ুয়ার একটি ইউনিক আইডেন্টিফিকেশন করার জন্যই এই বিশেষ কার্ড চালু করতে চলেছে সরকার।

ABC Card : কলেজে ভর্তির আগে সব ছাত্রছাত্রীদের করাতে হবে এই কার্ড, কিভাবে করাবেন জেনে নিন

ABC কার্ড সম্পর্কে জেনে নিন

জানা গেছে, এই কার্ডে একজন পড়ুয়ার সমস্ত একাডেমিক বিবরণ লিপিবদ্ধ থাকবে। সূত্রের খবর এই ABC কার্ডে থাকবে একজন পড়ুয়ার নাম, ঠিকানা, জন্ম তারিখ ও ছবি। এছাড়াও ওই পড়ুয়া কোনো শিক্ষা ঋণ নিয়েছে কিনা, সে কোনো বৃত্তি পেয়েছে কিনা, তার ক্রীড়া কার্যক্রম গ্রাফ এবং প্রাপ্ত সমস্ত পুরস্কার সম্পর্কিত বিবরণ লিপিবদ্ধ থাকবে এই কার্ডে। তবে অভিভাবকের অনুমোদন নিয়েই এই কার্ড করানো যাবে বলে জানা গেছে।

ABC কার্ড থেকে প্রাপ্ত সুবিধাগুলি

এই কার্ড করানো মনে একজন পড়ুয়ার ABC পোর্টাল অর্থাৎ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট পোর্টালে নাম উঠে যাওয়া। তাই যেকোনো নথি বা পড়াশুনার রেকর্ড এই পোর্টাল থেকে পেয়ে যাবেন পড়ুয়ারা। একইসঙ্গে এই কার্ড থাকলে যেকোনো কোর্সে ভর্তির প্রথম বছরটি পড়ুয়াদের না পাশ করলেও চলবে। পাশাপাশি, অনলাইনে বা ডিস্টেন্স-এ পড়াশুনা করার সুযোগ পাবেন এই পোর্টালের অন্তর্ভুক্ত পড়ুয়ারা।

ABC Card : কলেজে ভর্তির আগে সব ছাত্রছাত্রীদের করাতে হবে এই কার্ড, কিভাবে করাবেন জেনে নিন

ABC কার্ড করানোর পদ্ধতি জেনে নিন

এই কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে Digilocker ওয়েবসাইট খুলে সেখানের হোম পেজে থাকে Education অপশনে ক্লিক করতে হবে। এরপর যে পেজ খুলবে সেখানে Academic Bank Credit Services অপশন খুঁজে নিয়ে সেখানে ক্লিক করতে হবে। এবার নতুন পেজ খুললে সেখান থেকে নিজের শিক্ষা প্রতিষ্ঠান নাম বেছে নিয়ে Generate ABC Card ID অপশনে ক্লিক করতে হবে। এরপর www.abc.gov.in পোর্টালে গিয়ে Sign Up অপশনে ক্লিক করতে হবে। এবার সেখানে নাম, ঠিকানা, সার্টিফিকেট, কোর্সের বিবরণ, ডিজি লকার সব বিবরণ নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করলেই প্রক্রিয়াটি সম্পূর্ন হবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...