প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। তবে শুধুমাত্র প্যান কার্ড নয়, ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ সরকারের তরফে অধিকাংশ জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেই মান্যতা দেওয়া হয়। ব্যাঙ্কের একাউন্ট খোলা থেকে শুরু করে, সিম কার্ড কেনা, গাড়ি কেনা এমনকি হোটেলে রুম নিতেও আধার কার্ডের প্রয়োজন পড়ে। এছাড়াও ব্যবসা রেজিস্ট্রেশন করতেও এই নথির গুরুত্ব অপরিসীম। তাই আধার কার্ড ও প্যান কার্ড থাকা এখন সকলের কাছেই আবশ্যিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এবার আধার বা প্যান কার্ডের পাশাপাশি দেশব্যাপী আরো একটি কার্ড চালু করতে চলেছে মোদি সরকার। দেশে এবার চালু হচ্ছে ABC কার্ড। এই কার্ডটি দেশবাসীর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই জানা গেছে। তবে সকলের জন্য এই কার্ড করানো হবেনা। শুধুমাত্র পড়ুয়াদের জন্য এই কার্ড করানো হবে বলে জানা গেছে। অর্থাৎ স্কুলে এবং কলেজে প্রতিটি পড়ুয়ার একটি ইউনিক আইডেন্টিফিকেশন করার জন্যই এই বিশেষ কার্ড চালু করতে চলেছে কেন্দ্র সরকার।
কি কি থাকবে ABC কার্ডে?
জানা গেছে, এই কার্ডে একজন পড়ুয়ার সমস্ত একাডেমিক বিবরণ লিপিবদ্ধ থাকবে। সূত্রের খবর এই ABC কার্ডে থাকবে একজন পড়ুয়ার নাম, ঠিকানা, জন্ম তারিখ ও ছবি। এছাড়াও ওই পড়ুয়া কোনো শিক্ষা ঋণ নিয়েছে কিনা, সে কোনো বৃত্তি পেয়েছে কিনা, তার ক্রীড়া কার্যক্রম গ্রাফ এবং প্রাপ্ত সমস্ত পুরস্কার সম্পর্কিত বিবরণ লিপিবদ্ধ থাকবে এই কার্ডে। তবে অভিভাবকের অনুমোদন নিয়েই এই কার্ড করানো যাবে বলে জানা গেছে।
ABC কার্ডে কি কি সুবিধা মিলবে?
এই কার্ড করানো মনে একজন পড়ুয়ার ABC পোর্টাল অর্থাৎ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট পোর্টালে নাম উঠে যাওয়া। তাই যেকোনো নথি বা পড়াশুনার রেকর্ড এই পোর্টাল থেকে পেয়ে যাবেন পড়ুয়ারা। একইসঙ্গে এই কার্ড থাকলে যেকোনো কোর্সে ভর্তির প্রথম বছরটি পড়ুয়াদের না পাশ করলেও চলবে। পাশাপাশি, অনলাইনে বা ডিস্টেন্স-এ পড়াশুনা করার সুযোগ পাবেন এই পোর্টালের অন্তর্ভুক্ত পড়ুয়ারা।
কিভাবে ABC কার্ড করাবেন?
এই কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে Digilocker ওয়েবসাইট খুলে সেখানের হোম পেজে থাকে Education অপশনে ক্লিক করতে হবে। এরপর যে পেজ খুলবে সেখানে Academic Bank Credit Services অপশন খুঁজে নিয়ে সেখানে ক্লিক করতে হবে। এবার নতুন পেজ খুললে সেখান থেকে নিজের শিক্ষা প্রতিষ্ঠান নাম বেছে নিয়ে Generate ABC Card ID অপশনে ক্লিক করতে হবে। এরপর www.abc.gov.in পোর্টালে গিয়ে Sign Up অপশনে ক্লিক করতে হবে। এবার সেখানে নাম, ঠিকানা, সার্টিফিকেট, কোর্সের বিবরণ, ডিজি লকার সব বিবরণ নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করলেই প্রক্রিয়াটি সম্পূর্ন হবে।