Driving Licence : প্রতি মাসের শুরুতেই কিছু না কিছু নিয়ম বদলে যায়। এর প্রভাব সাধারণ নাগরিকদের উপরেও পড়ে। তাই প্রতি মাসের শুরুতে অনেকেই বিভিন্ন দিকে নজর রাখেন। সেই কারণে আবার জুন মাসটিও গুরুত্বপূর্ণ। হয়তো আপনার রোজকার জীবনের কিছু বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে এই মাসে। আর এবারেও তার অন্যথা হচ্ছে না। তাই আপনার জেনে রাখা উচিত যে জুন মাস থেকে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর যে নিয়মে এই মাস থেকে পরিবর্তন হচ্ছে, সেটি পরিবহন সম্পর্কিত। এখন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর মাধ্যম কিন্তু একাধিক রয়েছে। তবে স্বাধীনভাবে যাতায়াতের জন্য বাইক একটু দুর্দান্ত বিকল্প। আর এই বাইক চালানোর জন্য প্রথম দরকার ড্রাইভিং লাইসেন্স। আর এবার লাইসেন্স তৈরির নিয়ম বদলে যাচ্ছে জুন মাসে থেকেই। একনজরে দেখে নিন লাইসেন্স তৈরির নিয়মে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে।
ড্রাইভিং লাইসেন্স তৈরির নতুন নিয়ম
● ১৮ বছর বয়সের আগেও এবার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। মাত্র ১৬ বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তবে সেক্ষেত্রে লাইসেন্স প্রাপকের কাছে ৫০ সিসি ইঞ্জিনের বাইক থাকতে হবে। সেই বাইক চালানোর লাইসেন্স মিলবে ১৬ বছর বয়সে।
● পরীক্ষা না দিয়েও ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে এবার থেকে। এর জন্য আপনাকে প্রশিক্ষণ স্কুলে ভর্তি হতে হবে। এইসব স্কুলে লাইসেন্স পাওয়ার পরীক্ষার জন্য কিছু নিয়ম শিথিল করা হয়।
ড্রাইভিং লাইসেন্স তৈরির খরচ
● লার্নিং লাইসেন্স (ফর্ম-৩): ১৫০ টাকা
● লার্নিং লাইসেন্স এক্সাম ফি: ৫০ টাকা
● ড্রাইভিং টেস্ট ফি: ৩০০ টাকা
● ড্রাইভিং লাইসেন্স ফি: ২০০ টাকা
● ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট ফি: ১,০০০ টাকা
● লাইসেন্সের সঙ্গে অন্য গাড়ি যোগ করার ফি: ৫০০ টাকা
● ড্রাইভিং লাইসেন্স আপডেট ফি: ২০০ টাকা
● ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তনের ফি: ২০০ টাকা
ট্রান্সপোর্ট নিয়ম ভাঙলে কি শাস্তি, কত টাকার জরিমানা?
● দ্রুত গতিতে গাড়ি চালানো: ১,০০০ থেকে ২,০০০ টাকা
●অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো: ২৫,০০০ টাকা ও লাইসেন্স বাতিল
● লাইসেন্স ছাড়া গাড়ি চালানো: ৫০০ টাকা
● হেলমেট ছাড়া গাড়ি চালানো: ১০০ টাকা
● সিট বেল্ট না পরা: ১০০ টাকা