Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dry Day : সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, ২ দিন বন্ধ থাকবে মদের দোকান, জেনে নিন সূচি

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Dry Day : বেশ কয়েকদিন ধরেই রাজ্যের আবহাওয়া থেকে উধাও হয়েছে হাঁসফাঁস গরম। এখন আবহাওয়া অনেকটা স্বস্তিজনক। আর এই আবহাওয়ায় মদের ফোয়ারা যে উঠবে তা বলাই যায়। এখন যেহেতু একটা…

Dry Day : বেশ কয়েকদিন ধরেই রাজ্যের আবহাওয়া থেকে উধাও হয়েছে হাঁসফাঁস গরম। এখন আবহাওয়া অনেকটা স্বস্তিজনক। আর এই আবহাওয়ায় মদের ফোয়ারা যে উঠবে তা বলাই যায়। এখন যেহেতু একটা ঠাণ্ডা ভাব বিরাজ করছে বঙ্গে, তাই সুরাপ্রেমীরা মদ ঢালছে কণ্ঠে। সুরাপ্রেমীরা বলছেন, মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ। তাই এখন মদ্যপায়ীদের গলায় শোনা যাচ্ছে—‘‌খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও’‌। কিন্তু এই সুরা প্রেমীদের জন্য এবার রয়েছে এলহন খারাপ খবর। এই খবরটি শুনে অনেকেরই মন খারাপ হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সামনেই উইকেন্ড। আর উইকেন্ডের সময়টাকে অনেকেই গলা ভিজিয়ে আড্ডায় ও নৈশভোজে বন্ধুমহল বা কাছের মানুষের সঙ্গে উপভোগ করতে চান। আবার কেউ কেউ বাজারে গিয়ে উইকেন্ড কাটাতে চান। সেখানেও আড্ডা জমাতে দরকার সুরা। এককথায় সুরার বিকল্প নেই বললেই চলে। তবে এবার এইসব সুরা প্রেমীদের জন্য একটি খারাপ খবর রয়েছে। কারণ পরপর দুইদিন সমস্ত মদের দোকান বন্ধ থাকতে চলেছে। অর্থাৎ, ‘ড্রাই ডে’-র ঘোষণা হয়ে গিয়েছে।

Dry Day : সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, ২ দিন বন্ধ থাকবে মদের দোকান, জেনে নিন সূচি

কবে মদের দোকান বন্ধ থাকবে?

রাজ্যজুড়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আর সেই কারণেই এখন রাজনৈতিক উত্তাপে পুড়ছে দেশ। রাজ্যেও রাজনীতির রং বেশ পরিলক্ষিত হচ্ছে। সেইসঙ্গে অশান্তির খবর সামনে এসেছে। তবে এইসব অপ্রীতিকর ঘটনা এড়াতে ৪৮ ঘন্টার জন্য সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নরম হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টা থেকে রাজ্যের সব মদের দোকান বন্ধ রয়েছে। এই সময় থেকে ৪৮ ঘন্টা ‘ড্রাই ডে’-র ঘোষণা করা হয়েছে।

Dry Day : সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, ২ দিন বন্ধ থাকবে মদের দোকান, জেনে নিন সূচি

কি কারণে মদের দোকান বন্ধ থাকবে?

সাধারণত বিশেষ বিশেষ কিছু দিনে মদের দোকান বন্ধ থাকে। বিশেষ করে কিছু জাতীয় দিবস, কিছু উৎসবের দিন এবং নির্বাচনের দিন মদের দোকান বন্ধ থাকে। আর এখন যেহেতু লোকসভা নির্বাচন চলছে, সেই কারণে মদের দোকান বন্ধ থাকছে। তাই এই উইকেন্ডে সুরাপ্রেমীদের জন্য মন খারাপের খবর এটি।

Disclaimer: প্রতিবেদনটি তথ্যের জন্য লেখা হয়েছে। The Zoombuzz কখনোই মদ্যপানে উৎসাহ প্রদান করেনা। শরীরের পক্ষে মদ্যপান ক্ষতিকারক।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...