Election Result 2024 : ‘আবকি বার, ৪০০ পার’ স্লোগান দিয়ে বিজেপি লোকসভা নির্বাচন ২০২৪-এর প্রচার শুরু করেছিল। ভোট শেষে সবকটি এক্সিট পোলেও ধরা পড়েছিল এমন ছবি। কিন্তু এসব করেও শেষমেষ ৩০০-র গন্ডি পেরোতে পারেনি বিজেপির জোট এনডিএ। এদিকে বিজেপি আটকে ২৪০ আসনে। ফলে, একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মোদির দল। তাই সরকার করতে হলে যে এবার বিজেপিকেও জোটের উপর ভরসা করতে হবে, তা মোটামুটি পরিষ্কার। অন্যদিকে ইন্ডিয়া জোটের সমীকরণ কিন্তু খুব দূরে নেই। কারণ নীতিশ ও চন্দ্রবাবু নাইডু ছাড়াও ইন্ডিয়া জোট ছুঁয়ে ফেলেছে ২৩০-এর গন্ডি। তাই ৪ তারিখের এটা স্পষ্ট হয়নি যে দিল্লির মসনদে এবার কে বসবে। কেউ বলছেন এনডিএ জোটই তৃতীয়বার সরকার গড়বে। আবার কেউ অন্য হিসেব কষে দাবি করছেন যে এবার পরিবর্তন হবে দিল্লীবাড়িতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে রাজা যেই হোক, আসল কিংমেকার কিন্তু অন্য কেউ হতে চলেছে। সেই তালিকায় রয়েছে বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর নাম। তারা যেদিকে, সেদিকেই পাল্লা ভারী, এটাই বলছে সমীকরণ। কিন্তু সেটা কিভাবে? সেটাই এবার দেখে নেবো এই নিবন্ধের বাকি অংশে।
নাইডু-নীতিশ ছাড়া দিল্লীবাড়ির দখল অসম্ভব
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে NDA হাতে রয়েছে এখন ২৯২ আসন। অর্থাৎ, জোট হিসেবে এই মুহূর্তে সংখ্যা গরিষ্ঠাতা রয়েছে NDA শিবিরে। কিন্তু তার মধ্যে ঢুকে রয়েছে চন্দ্রবাবু নাইডুর TDP ও নীতীশ কুমারের JDU-এর প্রাপ্ত সব আসন। চন্দ্রবাবু নাইডুর TDP অন্ধ্রপ্রদেশে ১৬ টি আসন এবং নীতীশ কুমারের JDU বিহারে জিতেছে ১২ টি আসন। এই দুই দলের আসন বাদ দিয়ে NDA-র আসন সংখ্যা দাঁড়ায় ২৬৫, যা ম্যাজিক ফিগারের নীচে। তাই নীতিশ ও চন্দ্রবাবুর হাত সরে গেলে যে মোদীজির সামনে বড় বিপদ, তা বলাই যায়। এই কারণে এই দুই নেতাকে জোটে টেনে সরকার গড়তে মরিয়া I.N.D.I.A ব্লক।
এক ফোনেই খেলা ঘুরিয়ে দিলেন মোদি-শাহ
দিল্লিবাড়ি দখলের হ্যাট্রিক করতে যে মরিয়া পদ্ম শিবির, তা মোটামুটি স্পষ্ট। তাই এই মুহূর্তে কিংমেকার চন্দ্রবাবু নাইডুকে কোনোভাবেই হাতছাড়া করতে চশন না মোদি-শাহ’রা। সেই কারণেই, গতকালই নাইডুকে ফোন করেছিলেন অমিত শাহ, এমনটাই খবর পাওয়া গেছে বিশেষ সূত্রে। জানা গেছে, চন্দ্রবাবু নাইডু ভোটেট ফলাফলের জন্য বিজেপি শীর্ষ নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন। তাই নাইডু যে NDA-র বাইরে যাবেন না, তার আঁচ পাওয়া যাচ্ছে। তবে সরকার গঠনে কোনদিকে থাকবে TDP, তা নিয়ে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেন নিন চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে নীতিশের তরফেও কোনো অফিসিয়াল খবর আসেনি। তাই ভোটের ফলাফল সামনে আসার পরে দিনেও দিল্লির মসনদের আসল দাবিদারের নাম সামনে আসেনি এখনো।