কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একাধিক সেক্টরে লক্ষাধিক কর্মী নিযুক্ত আছেন। কেন্দ্র সেক্টর অনুযায়ী বেতনের পাশাপাশি আরো একাধিক ভাতা প্রদান করে থাকে কর্মীদের। পাশাপাশি বেশ কিছু খাতে অনেক সুবিধা পেয়ে থাকেন তারা। একদিকে যেমন মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা বাড়ানো হয় তাদের মহার্ঘভাতা বা ডিএ। একইসঙ্গে বাড়ানো হয় তাদের অন্যান্য ভাতাও। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরের কর্মীরা পেয়ে থাকেন পেনশন। অবসরের পর তাদের এই পেনশন দেওয়া হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএসব ছাড়াও অবসরের পর গ্রাচুইটির মতো সুবিধাও পেয়ে থাকেন সরকারি কর্মীরা। তবে এবার গ্র্যাচুইটি নিয়ে নিয়মের পরিবর্তন করতে চলেছে সরকার। একইসঙ্গে এই নিয়ম বহাল রাখা হবে পেনশন পাওয়ার ক্ষেত্রেও। অর্থাৎ, এবার থেকে পেনশন ও গ্রাচুইটি পেতে হলে সরকারি কর্মচারীদের একটি বিষয়কে মাথায় রাখতেই হবে। তাছাড়া কিন্তু এইসব টাকা তারা পাবেন না।
গ্র্যাচুইটির ৮ নম্বর নিয়মে বড় পরিবর্তন
সম্প্রতি, কেন্দ্র সরকারি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে সবটা। সম্প্রতি, কেন্দ্র সরকার সিভিল সার্ভিসেস রুলস-২০২১ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে দেখা যায় যে সিভিল সার্ভিসেস রুলস-২০২১-এর বিধিমালায় ৮ নম্বর নিয়মে পরিবর্তন করা হয়েছে
কি ছিল এই ৮ নম্বর নিয়মে?
এবার থেকে কোনো সরকারি কর্মচারী তার কর্মস্থল বা দফতরে ভালো আচরণ না করলে তিনি পেনশন ও গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হতে পারেন। এছাড়াও কর্মরত অবস্থায় কর্মচারী গুরুতর কোনো অপরাধ করলেও তারা পেনশন ও গ্র্যাচুইটি নাও ওয়েট পারেন। শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে। এছাড়াও, জানা গেছে, এবার থেকে সরকারি কর্মীরা পিএফ, গ্র্যাচুইটি এবং পেনশনের সুবিধা একসাথে পাবেন না। এই সংশোধনীটি বিধি ১৩-র অধীনে লিপিবদ্ধ করা হয়েছে।
মহার্ঘভাতা নিয়ে সুখবর পাবেন কর্মীরা
তবে, ২০২৪ সালটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বয়ে আনবে একের পর এক সুখবর। এই বছরই সপ্তম বেতন কমিশনের আওতায় এবার তাদের ডিএ ৫০ শতাংশ অতিক্রম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তাদের। সেটি থেকেই বৃদ্ধি পাবে চলতি বছরে। তবে মহার্ঘভাতা বৃদ্ধির সঙ্গে কর্মচারীদের অন্যান্য ভাতাও ৩ শতাংশ বাড়বে বলে খবর মিলেছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসন্ন অর্থবর্ষে।