Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rare Currency : নিলামে উঠছে ব্রিটিশ আমলের ১০ টাকার নোট, একটি নোটের দাম ২ কোটি টাকা!

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Rare Currency : ভাগ্যের শিকে কার কখন ছিঁড়ে যায়, তা বোঝা মুশকিল। তার জন্য যেকোনো কিছুই কারণ হাপিয়ে দাঁড়াতে পারে। তবে সামান্য ১০ টাকার নোট থেকে যদি লাখপতি হওয়া যায়,…

Rare Currency : ভাগ্যের শিকে কার কখন ছিঁড়ে যায়, তা বোঝা মুশকিল। তার জন্য যেকোনো কিছুই কারণ হাপিয়ে দাঁড়াতে পারে। তবে সামান্য ১০ টাকার নোট থেকে যদি লাখপতি হওয়া যায়, তাহলে তো আকাশ ছুঁয়ে দেখার মতো বিষয় হয়ে দাঁড়ায় সেটি। অবশ্য অনেকেই মনে করেন যে যেভাবে ভাগ্যের পরিবর্তন শুধুমাত্র গল্পে বা সিনেমায় হয়ে থাকে। তা কিন্তু মোটেই নয়! বাস্তব জীবনেও এমনটা ঘটতে পারে। সামান্য ১০ টাকার নোট থেকেও আপনি কোটিপতি হতে পারেন। কিভাবে? দেখে নিন এই প্রতিবেদনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজকাল বিশ্ববাজারে পুরনো ১০ টাকার নোটের চাহিদা দ্রুত বাড়ছে। যার বিনিময়ে কয়েক লক্ষ টাকা অবধি পাওয়া যাচ্ছে। এই সুযোগ কিন্তু মোটেই হাতছাড়া করবেন না। তবে এই নোটটি বিক্রি করার আগে আপনাকে এই নোটের কয়েকটি বিষয় সম্পর্কে জেনে রাখা দরকার। নাহলে হয়তো আপনি অজান্তেই লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে বসবেন।

Rare Currency : নিলামে উঠছে ব্রিটিশ আমলের ১০ টাকার নোট, একটি নোটের দাম ২ কোটি টাকা!

কেমন ধরণের নোটের নিলাম হবে?

সূত্রের খবর, ১০৬ বছরের একজোড়া পুরনো ১০ টাকার নোট নিলামে উঠতে চলেছে কিছুদিনের মধ্যেই। লন্ডনের নুনানস মেফেয়ার নিলাম হাউসে এই নিলাম অনুষ্ঠিত হবে। এই নোটগুলি গুরুত্বপূর্ণ কারণ এই নোটের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ঐতিহাসিকরা জানিয়েছেন যে এই বিশেষ নোটগুলি এসএস শিরালার একটি জাহাজে করে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝে জার্মানির ইউ বোটের সঙ্গে সংঘর্ষে ওই জাহাজটি তলিয়ে যায়। সেই সঙ্গে নোটগুলি জলের নিচের তলিয়ে যায়। এই নোটের ২ টি উদ্ধার হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে আরো অনেক এমন নোট মানুষের কাছে থাকতে পারে, যেগুলি নিলামে উঠতে পারে পরবর্তী সময়ে।

Rare Currency : নিলামে উঠছে ব্রিটিশ আমলের ১০ টাকার নোট, একটি নোটের দাম ২ কোটি টাকা!

এই বিরল নোটের দাম কেমন হতে পারে?

বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে যে নিলামে এই বিশেষ ধরনের নোটের এক একটির দাম কমপক্ষে দুই থেকে আড়াই কোটি টাকার মধ্যে উঠতে পারে। তবে শুধুমাত্র ১৯১৮ সালের এমন ১০ টাকা নয়, বিশ্ব ব্যাঙ্কের এই নিলামে ব্রিটিশ আমলের ভারতীয় ১০০ টাকার নোটও নিলামে উঠতে পারে। এইসব নোটের দাম উঠতে পারে ৫ লাখ টাকা পর্যন্ত। তাই এমন নোট আপনার কাছে থাকলে সত্ত্বর বিশ্ব ব্যাঙ্কের ইমেল আইডিতে মেল লড়তে পারেন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...