IRCTC Job : দেশের সবথেকে বড় গণ পরিবহণ মাধ্যম হল রেল। নিত্য দিন কোটি কোটি মানুষ নির্ভরশীল ভারতীয় রেলের উপর। পাশাপাশি দেশের কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে রেল পরিষেবা। যা আরও বিস্তারের কাজ চলছে। সেই কারণে রেলে প্রতি বছর নিয়ম করে নিয়োগ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যদিও গত কয়েকবছর ধরে রেলে সেভাবে নিয়োগ হয়নি। আর এই অভিযোগ উঠছিল দেশজুড়ে। চাকুরী প্রার্থীরা বিভিন্ন রাজ্যে এই মর্মে আন্দোলনও করেছেন। সেই কারণে ২০২৪ সালের শুরুতেই নিয়োগের ক্যালেন্ডার প্রকাশ করে রেল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত ক্যালেন্ডার মোতাবেক রেলের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল এই মাসেই। আর এবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC-র একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। বাড়িতে বসেই এই সব পদের জন্য আবেদন করা যাবে। একনজরে দেখে নিন এই শূন্যপদের বিস্তারিত।
শূন্যপদের বিস্তারিত
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কনসালটেন্ট পদে নিয়োগ হবে। নিয়োগের পর এইসব পদে ন্যূনতম মাসিক বেতন হবে রেলের পে-স্কেল অনুযায়ী। এই বিষয়ে বিস্তারিত জানতে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন। এক্ষেত্রে নিয়োগের পর মাদুরাই ট্যুরিজম ডিপার্টমেন্টে পোস্টিং হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই আবেদন জানাতে পারবেন। তবে এই পদে আবেদনের জন্য সাউদার্ন রেলওয়ের যেকোনো তিনটি বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। ১৪.০৫.২০২৪ তারিখের হিসেবে বয়সের হিসেব করা হবে।
আবেদন পদ্ধতি
অফলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। এর জন্য প্রথমেই IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। সেখানে ফরম সেকশন প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে পাঠাতে হবে teamhrsouthzone@irctc.com -এই ইমেলে। এছাড়াও অফলাইনে আবেদনপত্র পাঠাতে পারেন The Group General Manager, IRCTC South Zone, 6A The Rain Tree Place, No 9 Mc Nichols Road, Chetpet, Chennai-31-এই ঠিকানায়।