বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের বা AIESL। জানা যাচ্ছে, গ্র্যাজুয়েট পাশ যুবক ও যুবতীদের একাধিক পদে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের। সম্প্রতি, একটি বিজ্ঞপ্তি জারি করে এইসব শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদের জন্য আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
শূন্যপদের বিন্যাস ও বেতন কাঠামো
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ ও অফিসার পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে শুন্যপদের যে বিন্যাস দেখানো হয়েছে, সেই অনুযায়ী, সিনিয়র এক্সিকিউটিভ পদে ৪ শূন্যপদ, এক্সিকিউটিভ পদে ১১ টি শূন্যপদ এবং অফিসার পদে ২৫ টি শূন্যপদ রয়েছে। নিয়োগের পর সিনিয়র এক্সিকিউটিভ পদের মাসিক বেতন হবে ১,২৪,৬৭০ টাকা, এক্সিকিউটিভ পদের মাসিক বেতন হবে ৮৯,৭৩৫ টাকা এবং অফিসার পদের মাসিক বেতন হবে ৪৭,৬২৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই সব শুন্যপদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেমন সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য আবেদনকারীর MBA, PGDM ডিগ্রী থাকতে হবে। এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য আবেদনকারীর MBA, PGDM কিংবা B. Tech ডিগ্রী থাকতে হবে। এদিকে অফিসার পদের জন্য তারা আবেদন করতে পারবেন যাদের B. Tech বা যেকোনো শাখায় স্নাতক পাশ হবেন। ০১.০৬.২০২৪ তারিখ অনুযায়ী ৫৫ বছর বা তার কম বয়সী প্রার্থীরা এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই একই তারিখের হিসেবে ৪৫ বছর বা তার কম বয়সী প্রার্থীরা অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্ৰেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি ও নিয়োগের খুঁটিনাটি
অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। তার জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফরম ফিলাপ করতে হবে। সেখানে নির্ভুলভাবে বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, লিঙ্গ, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি টাইপ করতে হবে। তারপর সব বৈধ নথি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য হিসেবে ১,৫০০ টাকা জমা দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ২৯.০৬.২০২৪। আবেদনের পর সব আবেদনপত্র যাচাই করে ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর করা হবে চূড়ান্ত নিয়োগ।