Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে কোনদিকে কেরিয়ার গড়তে পারবেন? জেনে নিন ৫ টি বিকল্প

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই হয়েছে বড়সড় পরিবর্তন এসেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। এবার থেকে একজন পড়ুয়ার জীবনের অন্যতম বড় পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষায় চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ২০২৬…

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই হয়েছে বড়সড় পরিবর্তন এসেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। এবার থেকে একজন পড়ুয়ার জীবনের অন্যতম বড় পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষায় চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ২০২৬ সাল থেকেই একটি ফাইনাল নয়, বরং দুটি সেমেস্টারে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ এখন যেমন একেবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়, সেটা আর হবে না। পরীক্ষাকে দুটি ভাগে ভেঙে দেওয়া হচ্ছে। কলেজের ধাঁচেই সেমেস্টার পদ্ধতি চালু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন অনেক পড়ুয়া উচ্চমাধ্যমিকের নয় একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন বিভিন্ন স্কুলে। কেউ আর্টস নিচ্ছেন, কেউ কমার্স, কেউ আবার সায়েন্স। যারা একটু মেধাবী কিংবা বিজ্ঞানের বিষয়গুলিতে আগ্রহী এবং ঐ বিষয়গুলিতে মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছেন, তারা সায়েন্স নিয়ে ভর্তি হবেন। কিন্তু সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করার পর কেরিয়ার গড়ার অপশন কি রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে কোনদিকে কেরিয়ার গড়তে পারবেন? জেনে নিন ৫ টি বিকল্প

মেডিক্যাল কোর্সে ডিগ্রি

উচ্চমাধ্যমিকে সায়েন্স থসকলেই ডাক্তার হওয়ার সুযোগ থাকে পড়ুয়াদের কাছে। তবর তাদের সব বিষয়ের সঙ্গে সেক্ষেত্রে বায়োলজি থাকা জরুরি। এছাড়াও ওই পড়ুয়াকে সর্বভারতীয় স্তরের NEET পরীক্ষায় পাশ করতে হবে। মেডিক্যাল কোর্সের জন্য এটি একটি প্রবেশিকা পরীক্ষা এই পরীক্ষায় পরীক্ষার্থীর র‍্যাঙ্কের ভিত্তিতে পড়ুয়ারা সরকারি ও বেসরকারি কলেজ থেকে MBBS ডিগ্রির জন্য পড়তে পারেন।

ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স

উচ্চমাধ্যমিকে সায়েন্স স্ট্রিমের পড়ুয়াদের জন্য আরেকটি দুর্দান্ত কেরিয়ার অপশন হল ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রবেশিকা পরীক্ষা হয়। যেমন রাজ্য বোর্ডের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, আইআইটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ইত্যাদি। তবে এক্ষেত্রে পড়ুয়ার অঙ্ক বিষয়টি থাকতেই হবে উচ্চমাধ্যমিকে। এইসব পরীক্ষায় পরীক্ষার্থীর র‍্যাঙ্কের ভিত্তিতে পড়ুয়ারা সরকারি ও বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ পেয়ে থাকেন।

ফার্মাসিস্ট কোর্স করে স্নাতক ডিগ্রি

উচ্চমাধ্যমিকের পর ফার্মাসি বিষয়েও স্নাতক ডিগ্রির জন্য পড়তে পারে পড়ুয়ারা। তবে তার জন্য রাজ্য বোর্ডের প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষা দিতে হলে পড়ুয়ার উচ্চমাধ্যমিক কোর্সে কেমিস্ট্রি বিষয় থাকা আবশ্যিক।

সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে কোনদিকে কেরিয়ার গড়তে পারবেন? জেনে নিন ৫ টি বিকল্প

NDA এয়ারফোর্সে ভর্তি

উচ্চমাধ্যমিকের সায়েন্স স্ট্রিমের পড়ুয়ার কোর্স যদি ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক থাকে, এবং তিনি যদি ডিফেন্সে কাজ করতে আগ্রহী হন, তাহলে NDA এয়ারফোর্স তার কাছে একটি দারুন অপশন হবে। এর জন্য একটি প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে পড়ুয়াকে।

নার্সিংয়ে ডিগ্রি কোর্স

সায়েন্স স্ট্রিমের মহিলা পড়ুয়াদের জন্য একটি দুর্দান্ত অপশন হল নার্সিং। নার্সিংয়ে স্নাতক ডিগ্রির জন্য পড়াশুনা করতে পারবেন সেইসব মহিলা পড়ুয়া, যাদের উচ্চমাধ্যমিকে বায়োলজি বিষয়টি থাকবে। এর জন্য একটি প্রবেশিকা পরীক্ষা হয়। পরীক্ষার্থীর র‍্যাঙ্কের ভিত্তিতে পড়ুয়ারা সরকারি ও বেসরকারি কলেজ থেকে নার্সিং পড়তে পারবেন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...