বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন একটি চাকরির সুযোগ রয়েছে। খুব সহজে বাড়িতে বসে কাজ করতে পারবেন যে কেউ। শুধুমাত্র মোবাইলে টাইপিং করতে জানলেই এই কাজটি করতে পারবেন। অর্থাৎ, পুরুষদের পাশাপাশি মহিলারাও বাড়ির কাজের পাশাপাশি এই কাজটি করতে পারবেন সহজে। এখন একনজরে এই চাকরির জন্য আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
কি কাজ? মাসিক বেতন কত?
এখানে বাড়িতে বসে যে কাজের সুযোগের কথা বলা হচ্ছে, সেটি মূলত ডেটা এন্ট্রির কাজ। এতিকর ক্লারিক্যাল কাজ বললেও খুব একটা ভুল হবেনা। মূলত টাইপিংয়ের কাজে দক্ষতা থাকলে সহজেই এই কাজটি পেয়ে যাবেন। এতে শুধুমাত্র কিছু তথ্য একটি নির্দিষ্ট সফ্টওয়্যারে আপলোড করতে হবে। তার জন্য টাইপিং স্পিড থাকা বাধ্যতামূলক। এটি মূলত একটি ফুল-টাইম কাজ। তাই এই কাজের বেতনও বেশ ভালো। বার্ষিক ৩ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বেতন হবে এই কাজের। অর্থাৎ, মাসিক ৩০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা বেতনের চাকরির সুযোগ এটি।
এই কাজের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীকে স্থায়ীভাবে ভারতবর্ষের বাসিন্দা হতে হবে। তবে ১৮ বছরের বেশি বয়স হলে তবেই এই কাজের সুযোগ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে কম্পিউটারে বিভিন্নরকম কাজে প্রার্থীকে সাবলীল হতে হবে। একইসঙ্গে কম সময়ে বেশি শব্দ টাইপিংয়ের দক্ষতা অর্জন করতে হবে।
এই উপায়ে আবেদন করতে হবে
অনলাইনে এই পদের জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনাকে যেকোনো ব্রাউজার থেকে Pixel Tech Job লিখে সার্চ করতে হবে। সার্চ রেজাল্টে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, সেটিকে ওপেন করতে হবে। এবার যে ওয়েবসাইট খুলবে, সেটির হোম পেজের ডানদিকে উপরে থাকা তিনটে ডট এ ক্লিক করে Work From Home অপশনটি বেছে নিতে হবে। এবার সেখানে পছন্দমত টাইপিং কাজটি বেছে নিয়ে করে নিচে দেওয়া লিঙ্ক অনুসরণ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবার যে আইডি পাবেন, তা দিয়ে ওয়েবসাইটে লগইন করে সিভি বা linkedin এর প্রোফাইল লিঙ্ক আপলোড করে সাবমিট করতে হবে। আবেদনপত্র যাচাইয়ের পর কোম্পানির তরফে ভার্চুয়াল ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমেই হবে চূড়ান্ত নিয়োগ।