শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কেউ যেমন এই কঠিন সময়ে কাজ হারিয়েছেন, কেউ আবার কাজ খুঁজছেন দীর্ঘদিন ধরে। এর মাঝে যারা কাজ খুঁজছেন, তাদের আবার কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের অন্তর্গত স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এই পদের জন্য আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয়েই পেতে পারেন এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
শূন্যপদ ও বেতন কাঠামো
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পৌষসভায় ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে হেলথ অফিসার পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তির মেমো নং- 754(9)/DM, নোটিশ প্রকাশের তারিখ ১১.০৬.২০২৪। পৌরসভায় হেলথ অফিসার পদে নিয়োগের পর কর্মীর মাসিক বেতন হবে ৬২,০০০ টাকা।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানার জন্য নির্দিষ্ট পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে। তবে এক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এছাড়াও অভিজ্ঞতার বিষয়ে জানতে হলে বিজ্ঞপ্তিটি দেখতে হবে। এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬৭ বছরের মধ্যে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় থাকবে। বয়সের হিসেব হবে ০১.০১.২০২৪ তারিখের হিসেব অনুযায়ী।
আবেদন ও নিয়োগের পদ্ধতি
এটি ধূলিয়ান পৌরসভার জন্য নিয়োগের একটি বিজ্ঞপ্তি। তাই এই পদের জন্য আবেদন করতে হলে ধূলিয়ান পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। সেখানেই আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় সব নথি স্ক্যান করে নিয়ে আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবি দিয়ে সেটিকে একটি পিডিএফ বানিয়ে নিতে হবে। এবার সেই পিডিএফ পাঠাতে হবে dhuliyanmunicipality@gmail.com-এই আইডিতে। আবেদনের শেষ তারিখ ২৬ জুন, ২০২৪। আবেদনের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তারপরেই হবে চূড়ান্ত নিয়োগ।