শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ সরকারি চাকরি পাওয়া গেলে জীবনে একটা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এককথায়, সরকারি চাকরি পাওয়া গেলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি নিয়োগকারী দফতর। সম্প্রতি, স্টাফ সিলেকশন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
কতগুলি শূন্যপদে নিয়োগ হবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী দেশব্যাপী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, কেন্দ্রের বিভিন্ন বিভাগ, মন্ত্রক এবং পরিষেবা ক্ষেত্রে গ্রুপ বি গেজেটেড, নন-গেজেটেড এবং গ্রুপ সি পদে মোট ১৭,৭২৭ টি শূন্য পদে এই নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এখানে যে পদের জন্য পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে আবেদন করতে হলে আবেদনকারীকে যেকোনো বিয়ে স্নাতক হতে হবে। তবে এই বিষয়ে বিস্তারিত বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে, যেটি স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুযায়ী এক্ষেত্রে বয়সের ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
আবেদন ও নিয়োগের পদ্ধতি
অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। এর জন্য প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর সব নথি আপলোড করতে হবে। সব শেষে আবেদন মূল্য জমা দিতে হবে। আবেদন মূল্য সবার জন্য ১০০ টাকা। এক্ষেত্রে রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৫.০৭.২০২৪। এছাড়াও আবেদন মূল্য জমা করা যাবে ২৬.০৭.২০২৪। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের নিয়োগ হয় দুটি টায়ারের পরীক্ষার মাধ্যমে। এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি।