Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় ডাকবিভাগের গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করুন

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ…

বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ভারতীয় ডাকবিভাগ। সম্প্রতি, ভারতীয় ডাকবিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

ভারতীয় ডাকবিভাগের গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করুন

শূন্যপদ ও বেতন কাঠামো

● ভারতীয় ডাকবিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নন মিনেস্ট্রিয়াল, নন গেজেটেড গ্রুপ সি বিভাগে নিয়োগ হবে।
● মূলত ড্রাইভার পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
● নিয়োগের পর এই প্রার্থীদের শুরুতে মাসিক বেতন হবে ১৯৯০০ টাকা। পরে তা ৬৩২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
● এই পদে কর্মরত কর্মীরা বোনাস, পিএফ, গ্র্যাচুইটি, পেনশন ও অন্যান্য সুবিধা পাবেন সরকারের তরফে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা

● আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
● আবেদনকারীকে নূন্যতম ৩ বছর হালকা ও ভারী চার চাকার গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
● প্রার্থীর মোটর মেকানিজমে জ্ঞান থাকতে হবে
● প্রার্থীকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং সমস্ত হতে হবে।
● এই পদে আবেদনের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৫৬ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সে বিশেষ ছাড় আছে।

ভারতীয় ডাকবিভাগের গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করুন

আবেদনের জন্য যেসব নথি দরকার পড়বে

● আধার কার্ড বা ভোটার কার্ড
● মাধ্যমিকের এডমিট ও মার্কশীট
● ড্রাইভিং লাইসেন্স
● কাস্ট সার্টিফিকেট
● বয়সের প্রমানপত্র

এই পদে যেভাবে নিয়োগ করা হবে

এই পদে নিয়োগের আগে কোনো লিখিত পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবেনা। শুধুমাত্র একটি স্কিল টেস্ট নেওয়া হবে। নির্দিষ্ট বিষয়ের উপর ইন্টারভিউ সহ এই স্কিল টেস্টে পাশ করলেই নিয়োগ করা হবে।

এই পদের জন্য আবেদন করার পদ্ধতি

● অফলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে।
● প্রথমেই ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে এই বিজ্ঞপ্তি ও ফরম ডাউনলোড করতে হবে।
● এবার সেটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং নথি সহ জমা দিতে হবে।
● সেই সঙ্গে শুধুমাত্র অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে।
● এইসব পদের জন্য আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে শীঘ্রই শুরু হবে। তখনই এই গুরুত্বপূর্ণ তারিখগুলি জানা যাবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...