Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রচুর শূন্যপদে নিয়োগ করছে রেল, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন এই উপায়ে

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারতের বুকে সবথেকে বড় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। সেই কারণেই অনেকে এই রেলে চাকরির স্বপ্ন দেখেন। আর দেশের লক্ষ লক্ষ এমন যুবক ও যুবতীর স্বপ্নপূরণ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।…

ভারতের বুকে সবথেকে বড় ট্রান্সপোর্ট নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। সেই কারণেই অনেকে এই রেলে চাকরির স্বপ্ন দেখেন। আর দেশের লক্ষ লক্ষ এমন যুবক ও যুবতীর স্বপ্নপূরণ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB দ্বারা প্রতি বছর বিভিন্ন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এইসব পদে চাকরি পাওয়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ আবেদনপত্র জমা পড়ে। তারপর সব যোগ্য প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গেছে, শীঘ্রই ২০২৪ সালের গ্রুপ-ডি পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে ভারতীয় রেল। আর এবার এর জন্য লক্ষাধিক শূন্যপদ তৈরি হতে পারে। তবে তার আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি হল। অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এবার রেলের বেজ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। সেই সমস্ত প্রার্থী যারা সংশ্লিষ্ট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা শারীরিকভাবে সুস্থ তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিষয়ে বিস্তারিত।

প্রচুর শূন্যপদে নিয়োগ করছে রেল, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন এই উপায়ে

কোন শূন্যপদে নিয়োগ ও বেতন কাঠামো

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে স্পোর্টস পার্সন কোটায় লেভেল-১, লেভেল-২/৩, লেভেল-৪/৫ পদে নিয়োগ করা হবে। তবে মোট কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে, তা জানানো হয়নি। এছাড়াও নিয়োগের পর এই পদের মাসিক বেতন কত হবে, তাও সঠিকভাবে এখনো জানা যায়নি।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

এই সবকটি পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়সের সীমা আলাদা আলাদা রাখা হয়েছে। লেভেল-১ এবং লেভেল-২/৩ পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী হিসেব করে সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও লেভেল-৪/৫ পদে বয়স হিসেব করা হবে ০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে। এই প্রতিটি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড আলাদা আলাদা রয়েছে। তবে মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ কিংবা স্নাতক পাশ অথবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলে আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

প্রচুর শূন্যপদে নিয়োগ করছে রেল, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন এই উপায়ে

এইসব পদের জন্য আবেদন করার পদ্ধতি

এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য প্রথমেই যেতে হবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে শূন্যপদের বিজ্ঞপ্তি খুঁজে আবেদনপত্রটি বের করতে হবে এবিং সেটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এবার এই আবেদনপত্রর সঙ্গে প্রয়োজনীয় সব নথি দিতে হবে স্ক্যান করে। এবার সবটা যাচাই করে আবেদনপত্র জমা করতে হবে অনলাইনেই। এই পদে আবেদনের শেষ তারিখ ৯ ই মে, ২০২৪।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...